প্রবন্ধ
নামাজে দাঁড়িয়ে দুই হাত মুষ্টিবদ্ধ রাখতে হবে! হেযবুত তওহীদ। পর্ব–৭৬
হেযবুত তওহীদের দাবী হলো–
নামাজে দাড়ানো অবস্থায় বাম হাত মুষ্টিবদ্ধ রাখতে হবে। বাম হাতও দৃঢ়ভাবে মুষ্ঠিবদ্ধ থাকবে। –ইসলামের প্রকৃত সালাহ, পৃ. ৫০
ইসলাম কী বলে?
এ প্রসঙ্গে সাহাবী হযরত জাবির রা. বলেন,
أنّ رسولَ اللهِ ﷺ مرَّ برجُلٍ وهو يُصلِّي قد وضَع يدَه اليُسْرى على اليُمْنى فانتزَعها ووضَع يدَه اليُمْنى على اليُسْرى
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন নামাজরত ব্যক্তির নিকট দিয়ে গমন করছিলেন, যিনি ডান হাতের উপর বাম হাত রেখে নামায পড়ছিলেন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত খুলে ডান হাত বাম হাতের উপর রাখলেন। –মুসনাদে আহমদ, হাদীস নং : ৫০২
হযরত আবু হুরায়রা রা. বলেন,
أخذ الأكف على الأكف في الصلاة تحت السرة
নামাযে হাতের পাতাসমূহ দ্বারা হাতের পাতাসমূহ নাভীর নীচে ধরা হবে। –সুনানে আবু দাউদ, হাদীস নং : ৭৫৮
বুঝা গেলো, নামাজে দাঁড়ানো অবস্থায় ডানহাতের তালু দিয়ে বামহাতের কব্জি ধরে দাঁড়ানো সুন্নাহ। হেযবুত তওহীদের মুষ্টিবদ্ধ হাতে দাঁড়ানো বিকৃত নামাজ।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ইয়াহুদী-খ্রিস্টানদের বহুমুখী ষড়যন্ত্র মুসলিম উম্মাহর করণীয়
কুরআন-হাদীসে ইয়াহুদী-খ্রিস্টানের পরিচয় ইয়াহুদী জাতি পৃথিবীর প্রাচীনতম জাতি। আল্লাহ তা'আলা হযরত নূহ আ...
খ্রিস্টানদের মহাসভা : খ্রিস্টধর্ম বিকৃতির এক প্রকৃষ্ট প্রমাণ
ভূমিকা প্রচলিত খ্রিস্টবাদ বিকৃত ধর্ম হওয়া একটি সাধারণ বাস্তবতা। তেমনি বাইবেল বা প্রচলিত ‘ইঞ্জিল শরীফ...
খৃষ্টধর্ম না পৌলবাদ (৪র্থ পর্ব)
পাপমোচন The Atonement পাপমোচনের বিশ্বাসটি খৃস্টধর্মে অতীব গুরুত্বপূর্ণ। মিস্টার ডেনিয়েল উইলসনের মতে...

মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন