আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৫৮৪
আন্তর্জাতিক নং: ৬১১
- আযান-ইকামতের অধ্যায়
৩৯৯। মুয়াজ্জিনের আযান শুনলে যা বলতে হয়।
৫৮৪। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা আযান শুনতে পাও তখন মুয়াযযিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে।
كتاب الأذان
باب مَا يَقُولُ إِذَا سَمِعَ الْمُنَادِي
611 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»
হাদীস নং: ৫৮৫
আন্তর্জাতিক নং: ৬১২
- আযান-ইকামতের অধ্যায়
৩৯৯। মুয়াজ্জিনের আযান শুনলে যা বলতে হয়।
৫৮৫। মু’আয ইবনে ফাযালা (রাহঃ) ......... ঈসা ইবনে তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, একদিন তিনি মুআবিয়া (রাযিঃ) কে (আযানের জবাব দিতে) শুনেছেন যে, তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত মুয়াযযিনের অনুরূপ বলেছেন।
كتاب الأذان
باب مَا يَقُولُ إِذَا سَمِعَ الْمُنَادِي
612 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ، قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ يَوْمًا، فَقَالَ مِثْلَهُ، إِلَى قَوْلِهِ: وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ
তাহকীক:
হাদীস নং: ৫৮৬
আন্তর্জাতিক নং: ৬১৩
- আযান-ইকামতের অধ্যায়
৩৯৯। মুয়াজ্জিনের আযান শুনলে যা বলতে হয়।
৫৮৬। ইসহাক ইবনে রাহওয়াই (রাহঃ) ......... ইয়াহয়া (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
ইয়াহয়া (রাহঃ) বলেছেনঃ আমার কোন ভাই আমার নিকট বর্ণনা করেছেন যে, মুয়াযযিন যখন حَىَّ عَلَى الصَّلاَةِ বলল, তখন তিনি [মুআবিয়া (রাযিঃ)] لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ বললেন। তারপর তিনি বললেন, তোমাদের নবী (ﷺ) কে আমরা এরূপ বলতে শুনেছি।
ইয়াহয়া (রাহঃ) বলেছেনঃ আমার কোন ভাই আমার নিকট বর্ণনা করেছেন যে, মুয়াযযিন যখন حَىَّ عَلَى الصَّلاَةِ বলল, তখন তিনি [মুআবিয়া (রাযিঃ)] لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ বললেন। তারপর তিনি বললেন, তোমাদের নবী (ﷺ) কে আমরা এরূপ বলতে শুনেছি।
كتاب الأذان
باب مَا يَقُولُ إِذَا سَمِعَ الْمُنَادِي
613 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى - نَحْوَهُ - قَالَ يَحْيَى: وَحَدَّثَنِي بَعْضُ إِخْوَانِنَا، أَنَّهُ قَالَ: لَمَّا قَالَ: حَيَّ عَلَى الصَّلاَةِ، قَالَ: «لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ» ، وَقَالَ: هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
তাহকীক:
বর্ণনাকারী: