আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬১৫
আন্তর্জাতিক নং: ৬৪৩
- আযান-ইকামতের অধ্যায়
৪২০। নামাযের ইকামত হয়ে গেলে কথা বলা।
৬১৫। আইয়্যাশ ইবনে ওয়ালিদ (রাহঃ) ......... হুমাইদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নামাযের ইকামত হয়ে যাওয়ার পর কোন ব্যক্তির কথা বলা সম্পর্কে আমি সাবিত বুনানীকে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত একটি হাদীস শোনালেন। তিনি বলেন, নামাযের ইকামত দেওয়া হয় এমন সময় এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এলো এবং নামাযের ইকামতের পর তাঁকে ব্যস্ত রাখল।
كتاب الأذان
باب الْكَلاَمِ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ
643 - حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ: سَأَلْتُ ثَابِتًا البُنَانِيَّ - عَنِ الرَّجُلِ يَتَكَلَّمُ بَعْدَ مَا تُقَامُ الصَّلاَةُ - فَحَدَّثَنِي عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُقِيمَتِ الصَّلاَةُ فَعَرَضَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتِ الصَّلاَةُ»
তাহকীক: