আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭২৫
আন্তর্জাতিক নং: ৭৬১
- আযান-ইকামতের অধ্যায়
৪৮৯. আসরের নামাযে কিরাআত।
৭২৫। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু মা’মার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাব্বাব ইবনে আরাত্ (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, নবী (ﷺ) কি যোহর ও আসরের নামাযে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি করে তাঁর কিরাআত বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ি মুবারকের নড়াচড়ায়।
كتاب الأذان
باب الْقِرَاءَةِ فِي الْعَصْرِ
761 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قُلْتُ لِخَبَّابِ بْنِ الأَرَتِّ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: قُلْتُ: بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْلَمُونَ قِرَاءَتَهُ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»
হাদীস নং: ৭২৬
আন্তর্জাতিক নং: ৭৬২
- আযান-ইকামতের অধ্যায়
৪৮৯. আসরের নামাযে কিরাআত।
৭২৬। মক্কী ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু কাতাদাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যোহর ও আসরের প্রথম দু’রাক'আতে সূরা ফাতিহার সাথে একটি সূরা পড়তেন। আর কখনো কোন আয়াত আমাদের শুনিয়ে পড়তেন।
كتاب الأذان
باب الْقِرَاءَةِ فِي الْعَصْرِ
762 - حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ مِنَ الظُّهْرِ وَالعَصْرِ بِفَاتِحَةِ الكِتَابِ، وَسُورَةٍ سُورَةٍ، وَيُسْمِعُنَا الآيَةَ أَحْيَانًا»