আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭৩০
আন্তর্জাতিক নং: ৭৬৬
- আযান-ইকামতের অধ্যায়
৪৯১. ইশার নামাযে সশব্দে কিরাআত।
৭৩০। আবু নু’মান (রাহঃ) ......... আবু রাফি’ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আবু হুরায়রা (রাযিঃ) এর সঙ্গে ইশার নামায আদায় করলাম। সেদিন তিনি إِذَا السَّمَاءُ انْشَقَّتْ সূরাটি তিলাওয়াত করে সিজদা করলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি আবুল কাসিম (ﷺ) এর পিছনে এ সিজদা করেছি, তাই তাঁর সঙ্গে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এ সূরায় সিজদা করব।
كتاب الأذان
باب الْجَهْرِ فِي الْعِشَاءِ
766 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ العَتَمَةَ، فَقَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ، فَقُلْتُ لَهُ: قَالَ: «سَجَدْتُ خَلْفَ أَبِي القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ»
তাহকীক:
হাদীস নং: ৭৩১
আন্তর্জাতিক নং: ৭৬৭
- আযান-ইকামতের অধ্যায়
৪৯১. ইশার নামাযে সশব্দে কিরাআত।
৭৩১। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আদী (ইবনে সাবিত) (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা' (রাযিঃ) থেকে শুনেছি যে, নবী (ﷺ) এক সফরে ইশার নামাযের প্রথম দু’রাক'আতের এক রাক'আতে সূরা والتين والزيتون পাঠ করেন।
كتاب الأذان
باب الْجَهْرِ فِي الْعِشَاءِ
767 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ: " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي سَفَرٍ فَقَرَأَ فِي العِشَاءِ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ: بِالتِّينِ وَالزَّيْتُونِ "