আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৭৬০
আন্তর্জাতিক নং: ৭৯৬
- আযান-ইকামতের অধ্যায়
৫১৬. ‘আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ’-এর ফযীলত।
৭৬০। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইমাম যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলেন, তখন তোমরা اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ বলবে। কেননা, যার এ উক্তি ফিরিশতাগণের উক্তির সঙ্গে একই সময়ে উচ্চারিত হয়, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়।
كتاب الأذان
باب فَضْلِ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ
796 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا قَالَ الإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "
হাদীস নং: ৭৬১
আন্তর্জাতিক নং: ৭৯৭
- আযান-ইকামতের অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৭৬১। মু’আয ইবনে ফাযালা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অবশ্যই নবী (ﷺ) এর নামাযের ন্যায় নামায আদায় করব। আবু হুরায়রা (রাযিঃ) যোহর, ইশা ও ফজরের নামাযের শেষ রাক'আতে سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলার পর কুনূত পড়তেন। এতে তিনি মু’মিনগণের জন্য দুআ করতেন এবং কাফিরদের প্রতি লা’নত করতেন।*
*কুনূত মানে দু'আ-প্রার্থনা। তা কল্যাণ-অকল্যাণ উভয় দিক কামনাতেই হতে পারে। এটা জাতীয় বিপদ-বিপর্যয়কেন্দ্রিক সাময়িক ফজর নামায বা যে কোন নামাযে পড়া যেতে পারে; নতুবা কেবল বিতর নামাযের তৃতীয় রাক'আতে সারা বছর পড়তে হয়। (বিস্তারিত জানতে দেখুন- মূল বুখারী শরীফ খ-১, পৃ-১১০, টীকা নং-২)
*কুনূত মানে দু'আ-প্রার্থনা। তা কল্যাণ-অকল্যাণ উভয় দিক কামনাতেই হতে পারে। এটা জাতীয় বিপদ-বিপর্যয়কেন্দ্রিক সাময়িক ফজর নামায বা যে কোন নামাযে পড়া যেতে পারে; নতুবা কেবল বিতর নামাযের তৃতীয় রাক'আতে সারা বছর পড়তে হয়। (বিস্তারিত জানতে দেখুন- মূল বুখারী শরীফ খ-১, পৃ-১১০, টীকা নং-২)
كتاب الأذان
باب فَضْلِ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ
797 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ [ص:159] يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَأُقَرِّبَنَّ صَلاَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ " يَقْنُتُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الظُّهْرِ، وَصَلاَةِ العِشَاءِ، وَصَلاَةِ الصُّبْحِ، بَعْدَ مَا يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الكُفَّارَ "
তাহকীক:
হাদীস নং: ৭৬২
আন্তর্জাতিক নং: ৭৯৮
- আযান-ইকামতের অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৭৬২। আব্দুল্লাহ ইবনে আবুল আসওয়াদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে) কুনূত ফজর ও মাগরিবের নামাযে পড়া হত।
كتاب الأذان
باب فَضْلِ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ
798 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ القُنُوتُ فِي المَغْرِبِ وَالفَجْرِ»
তাহকীক:
হাদীস নং: ৭৬৩
আন্তর্জাতিক নং: ৭৯৯
- আযান-ইকামতের অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৭৬৩। আব্দুল্লাহ্ ইবনে মাসলামা (রাহঃ) ......... রিফাআ ইবনে রাফি’ যুরাকী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী (ﷺ) এর পিছনে নামায আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বললেন, তখন পিছন থেকে এক সাহাবী رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ বললেন। নামায শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের বেশী ফিরিশতা এর সাওয়াব কে আগে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন।
كتاب الأذان
باب فَضْلِ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ
799 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ المُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ: " كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ "، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «مَنِ المُتَكَلِّمُ» قَالَ: أَنَا، قَالَ: «رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ»