আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭৭০
আন্তর্জাতিক নং: ৮০৭
- আযান-ইকামতের অধ্যায়
৫২১. সিজদার সময় দু’বাহু পার্শ্বদেশ থেকে পৃথক রাখা।
৭৭০। ইয়াহয়া ইবনে বুকাইর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মালিক, যিনি ইবনে বুহাইনা (রাযিঃ) নামে পরিচিত তাঁর থেকে বর্ণিত, নবী (ﷺ) যখন নামায আদায় করতেন, তখন উভয় হাত এরূপ করতেন যে, তাঁর উভয় বগলের শ্রুভ্রতা প্রকাশ হয়ে পড়ত।
লাইস (রাহঃ) বলেন, জা’ফর ইবনে রবীআ (রাহঃ) আমার কাছে অনুরূপ বর্ণনা করেছেন।
লাইস (রাহঃ) বলেন, জা’ফর ইবনে রবীআ (রাহঃ) আমার কাছে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الأذان
باب يُبْدِي ضَبْعَيْهِ وَيُجَافِي فِي السُّجُودِ
807 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ جَعْفَرٍ، عَنِ ابْنِ [ص:162] هُرْمُزَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ» وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، نَحْوَهُ
তাহকীক: