আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১০- জুমআর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৮৫৭
আন্তর্জাতিক নং: ৯০৩
- জুমআর অধ্যায়
৫৭০. সূর্য হেলে গেলে জুমআর ওয়াক্ত হয়।
উমর, আলী, নু’মান ইবনে বশীর এবং আমর ইবনে হুরাইস (রাযিঃ) থেকেও অনুরূপ উল্লেখ রয়েছে।
উমর, আলী, নু’মান ইবনে বশীর এবং আমর ইবনে হুরাইস (রাযিঃ) থেকেও অনুরূপ উল্লেখ রয়েছে।
৮৫৭। আবদান (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আমরাহ (রাহঃ) কে জুম'আর দিনে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করেন। আমরাহ (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বলেছেন যে, লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন। যখন তারা দুপুরের পরে জুমআর জন্য যেতেন তখন সে অবস্থায়ই চলে যেতেন। তাই তাদের বলা হল, যদি তোমরা গোসল করে নিতে।
كتاب الجمعة
باب وَقْتُ الْجُمُعَةِ إِذَا زَالَتِ الشَّمْسُ وَكَذَلِكَ يُرْوَى عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَعَمْرِو بْنِ حُرَيْثٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ
903 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ: أَنَّهُ سَأَلَ عَمْرَةَ عَنِ الغُسْلِ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَتْ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: " كَانَ النَّاسُ مَهَنَةَ أَنْفُسِهِمْ، وَكَانُوا إِذَا رَاحُوا إِلَى الجُمُعَةِ، رَاحُوا فِي هَيْئَتِهِمْ فَقِيلَ لَهُمْ: لَوِ اغْتَسَلْتُمْ "
তাহকীক:
হাদীস নং: ৮৫৮
আন্তর্জাতিক নং: ৯০৪
- জুমআর অধ্যায়
৫৭০. সূর্য হেলে গেলে জুমআর ওয়াক্ত হয়।
৮৫৮। সুরাইজ ইবনে নু’মান (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জুম’আর নামায আদায় করতেন, যখন সূর্য হেলে যেত।
كتاب الجمعة
باب وَقْتُ الْجُمُعَةِ إِذَا زَالَتِ الشَّمْسُ
904 - حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ»
হাদীস নং: ৮৫৯
আন্তর্জাতিক নং: ৯০৫
- জুমআর অধ্যায়
৫৭০. সূর্য হেলে গেলে জুমআর ওয়াক্ত হয়।
৮৫৯। আবদান (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রথম ওয়াক্তেই জুম’আর নামাযে যেতাম এবং জুম’আর পরে কাইলূলা (দুপুরের বিশ্রাম) করতাম।
كتاب الجمعة
باب وَقْتُ الْجُمُعَةِ إِذَا زَالَتِ الشَّمْسُ
905 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كُنَّا نُبَكِّرُ بِالْجُمُعَةِ وَنَقِيلُ بَعْدَ الجُمُعَةِ»
তাহকীক: