আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১০- জুমআর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৮৬০
আন্তর্জাতিক নং: ৯০৬
- জুমআর অধ্যায়
৫৭১. জুমআর দিন যখন সূর্যের তাপ প্রখর হয় ।
৮৬০। মুহাম্মাদ ইবনে আবু বকর মুকাদ্দামী (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) প্রচণ্ড শীতের সময় প্রথম ওয়াক্তেই নামায আদায় করতেন। আর প্রখর গরমের সময় ঠাণ্ডা করে (বিলম্ব করে) নামায আদায় করতেন; অর্থাৎ জুম'আর নামায।
ইউনুস ইবনে বুকাইর (রাহঃ) আমাদের বলেছেন, আর তিনি নামায শব্দের উল্লেখ করেছেন, জুম’আ শব্দের উল্লেখ করেননি। আর বিশর ইবনে সাবিত (রাহঃ) বলেন, আমাদের কাছে আবু খালদা (রাহঃ) বর্ণনা করেছেন যে, জুম'আর ইমাম আমাদের নিয়ে নামায আদায় করেন। তারপর তিনি আনাস (রাযিঃ)-কে বলেন, নবী (ﷺ) যোহরের নামায কিভাবে আদায় করতেন?
ইউনুস ইবনে বুকাইর (রাহঃ) আমাদের বলেছেন, আর তিনি নামায শব্দের উল্লেখ করেছেন, জুম’আ শব্দের উল্লেখ করেননি। আর বিশর ইবনে সাবিত (রাহঃ) বলেন, আমাদের কাছে আবু খালদা (রাহঃ) বর্ণনা করেছেন যে, জুম'আর ইমাম আমাদের নিয়ে নামায আদায় করেন। তারপর তিনি আনাস (রাযিঃ)-কে বলেন, নবী (ﷺ) যোহরের নামায কিভাবে আদায় করতেন?
كتاب الجمعة
باب إِذَا اشْتَدَّ الْحَرُّ يَوْمَ الْجُمُعَةِ
906 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَلْدَةَ هُوَ خَالِدُ بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَدَّ البَرْدُ بَكَّرَ بِالصَّلاَةِ، وَإِذَا اشْتَدَّ الحَرُّ أَبْرَدَ بِالصَّلاَةِ» ، يَعْنِي الجُمُعَةَ، قَالَ يُونُسُ بْنُ بُكَيْرٍ: أَخْبَرَنَا أَبُو خَلْدَةَ، فَقَالَ: بِالصَّلاَةِ وَلَمْ يَذْكُرِ الجُمُعَةَ، وَقَالَ بِشْرُ بْنُ ثَابِتٍ: حَدَّثَنَا أَبُو خَلْدَةَ، قَالَ: صَلَّى بِنَا أَمِيرٌ الجُمُعَةَ، ثُمَّ قَالَ لِأَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَيْفَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ؟
তাহকীক: