আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১২- দুই ঈদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯৩৬
আন্তর্জাতিক নং: ৯৮৯
- দুই ঈদের অধ্যায়
৬২৭. ঈদের নামাযের পূর্বে ও পরে নামায আদায় করা।
আবু মুআল্লা (রাহঃ) বলেন, আমি সাঈদ (রাহঃ)-কে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বলতে শুনেছি যে, তিনি ঈদের পূর্বে নামায আদায় করা মাকরূহ মনে করতেন।
আবু মুআল্লা (রাহঃ) বলেন, আমি সাঈদ (রাহঃ)-কে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বলতে শুনেছি যে, তিনি ঈদের পূর্বে নামায আদায় করা মাকরূহ মনে করতেন।
৯৩৬। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বিলাল (রাযিঃ) কে সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের দিন বের হয়ে দু’রাকআত নামায আদায় করেন। তিনি এর আগে ও পরে কোন নামায আদায় করেননি।
كتاب العيدين
بَابُ الصَّلاَةِ قَبْلَ العِيدِ وَبَعْدَهَا وَقَالَ أَبُو المُعَلَّى: سَمِعْتُ سَعِيدًا، عَنِ ابْنِ عَبَّاسٍ: «كَرِهَ الصَّلاَةَ قَبْلَ العِيدِ»
989 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الفِطْرِ، فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا وَمَعَهُ بِلاَلٌ»
তাহকীক: