আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

১৫- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৯৩
আন্তর্জাতিক নং: ১০৫১
- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়
৬৭১. সূর্যগ্রহণের নামাযে দীর্ঘ সিজদা করা।
৯৯৩। আবু নু’আইম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সময় যখন সূর্যগ্রহণ হয় তখন ‘আস-সালাতু জামিআতুন’ বলে ঘোষণা দেয়া হয়। নবী (ﷺ) তখন এক রাক'আতে দু’বার রুকু করেন, এরপর দাঁড়িয়ে দ্বিতীয় রাক'আতে দু’বার রুকু করেন, এরপর বসেন আর ততক্ষণে সূর্যগ্রহণ মুক্ত হয়ে যায়।
বর্ণনাকারী বলেন, আয়িশা (রাযিঃ) বলেছেন, এ নামায ব্যতীত এত দীর্ঘ সিজদা আমি কখনো করিনি।
أبواب الكسوف
باب طُولِ السُّجُودِ فِي الْكُسُوفِ
1051 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّهُ قَالَ: لَمَّا كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نُودِيَ: «إِنَّ الصَّلاَةَ جَامِعَةٌ، فَرَكَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ فِي سَجْدَةٍ، ثُمَّ قَامَ، فَرَكَعَ رَكْعَتَيْنِ فِي سَجْدَةٍ، ثُمَّ [ص:37] جَلَسَ، ثُمَّ جُلِّيَ عَنِ الشَّمْسِ» ، قَالَ: وَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَا سَجَدْتُ سُجُودًا قَطُّ كَانَ أَطْوَلَ مِنْهَا