আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

১৫- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০০৪
আন্তর্জাতিক নং: ১০৬৪
- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়
৬৮১. সূর্যগ্রহণের নামাযে প্রথম রাকাআত হবে দীর্ঘতর।
১০০৪। মাহমুদ ইবনে গাইলান (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যগ্রহণের সময় লোকদের নিয়ে দু’রাক’আতে চার রুকূ’সহ নামায আদায় করেন। প্রথমটি (রাকআত দ্বিতীয়টির চাইতে) দীর্ঘস্থায়ী ছিল।
أبواب الكسوف
باب الرَّكْعَةُ الأُولَى فِي الْكُسُوفِ أَطْوَلُ
1064 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ فِي كُسُوفِ الشَّمْسِ أَرْبَعَ رَكَعَاتٍ فِي سَجْدَتَيْنِ الأَوَّلُ الأَوَّلُ أَطْوَلُ»