আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১১০৮
আন্তর্জাতিক নং: ১১৭৮
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭৪৭. মুকীম অবস্থায় চাশতের নামায আদায় করা।
ইতবান ইবনে মালিক (রা.) বিষয়টি নবী করীম (ﷺ) থেকে উল্লেখ করেছেন।
ইতবান ইবনে মালিক (রা.) বিষয়টি নবী করীম (ﷺ) থেকে উল্লেখ করেছেন।
১১০৮। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খলীল ও বন্ধু [নবী ﷺ] আমাকে তিনটি কাজের ওসিয়ত (বিশেষ আদেশ) করেছেন, আমৃত্যু তা আমি পরিত্যাগ করব না। (কাজ তিনটি হল) ১. প্রতি মাসে তিন দিন রোযা (পালন করা), ২. সালাতুয-যুহা (চাশতের নামায আদায় করা) এবং ৩. বিতর (নামায) আদায় করে ঘুমান।
كتاب التهجّد
باب صَلاَةِ الضُّحَى فِي الْحَضَرِ قَالَهُ عِتْبَانُ بْنُ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
1178 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبَّاسٌ الجُرَيْرِيُّ هُوَ ابْنُ فَرُّوخَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ: «صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحَى، وَنَوْمٍ عَلَى وِتْرٍ»
তাহকীক:
হাদীস নং: ১১০৯
আন্তর্জাতিক নং: ১১৭৯
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭৪৭. মুকীম অবস্থায় চাশতের নামায আদায় করা।
১১০৯। আলী ইবনুল জা’দ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক স্থুলদেহী আনসারী নবী (ﷺ) এর খিদমতে আরয করলেন, আমি আপনার সঙ্গে (জামাআতে) নামায আদায় করতে পারি না। তিনি নবী (ﷺ) এর উদ্দেশ্যে খাবার তৈরী করে তাঁকে দাওয়াত করে নিজ বাড়িতে নিয়ে এলেন এবং একটি চাটাই এর এক অংশে (কোমল ও পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে) পানি ছিটিয়ে (তা বিছিয়ে) দিলেন। তখন তিনি [নবী ﷺ] এর উপরে দু’রাকআত নামায আদায় করলেন।
ইবনে জারূদ (রাহঃ) (নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে) আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করলেন (তবে কি) নবী (ﷺ) চাশতের নামায আদায় করতেন? আনাস (রাযিঃ) বললেন, সেদিন ব্যতীত অন্য সময়ে তাঁকে এ নামায আদায় করতে দেখিনি।
ইবনে জারূদ (রাহঃ) (নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে) আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করলেন (তবে কি) নবী (ﷺ) চাশতের নামায আদায় করতেন? আনাস (রাযিঃ) বললেন, সেদিন ব্যতীত অন্য সময়ে তাঁকে এ নামায আদায় করতে দেখিনি।
كتاب التهجّد
باب صَلاَةِ الضُّحَى فِي الْحَضَرِ
1179 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيَّ، قَالَ: قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ - وَكَانَ ضَخْمًا - لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لاَ أَسْتَطِيعُ الصَّلاَةَ مَعَكَ، فَصَنَعَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا، فَدَعَاهُ إِلَى بَيْتِهِ وَنَضَحَ لَهُ طَرَفَ حَصِيرٍ بِمَاءٍ، «فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ» وَقَالَ فُلاَنُ بْنُ فُلاَنِ بْنِ جَارُودٍ لِأَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى؟ فَقَالَ: «مَا رَأَيْتُهُ صَلَّى غَيْرَ ذَلِكَ اليَوْمِ»
তাহকীক: