আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১২৩
আন্তর্জাতিক নং: ১১৯৭
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭৫৬. বায়তুল মুকাদ্দাস-এর মসজিদ।
১১২৩। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... যিয়াদের আযাদকৃত দাস কাযাআ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী (রাযিঃ) কে নবী (ﷺ) থেকে চারটি বিষয় বর্ণনা করতে শুনেছি, যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে। তিনি বলেছেনঃ মহিলারা স্বামী কিংবা মাহরাম* ব্যতীত দু’দিনের দূরত্বের পথে সফর করবে না।
ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনগুলোতে রোযা পালন নেই।
দু’ (ফরয) নামাযের পর কোন (নফল ও সুন্নত) নামায নেই। ফজরের পর সূর্যোদয় (সম্পন্ন) হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত।
এবং ১. মসজিদুল হারাম (কাবা শরীফ ও সংলগ্ন মসজিদ), ২. মসজিদুল আকসা (বাইতুল মুকাদ্দাসের মসজিদ) এবং ৩. আমার মসজিদ (মদীনার মসজিদে নববী) ব্যতীত অন্য কোন মসজিদে (নামায আদায়ের উদ্দেশ্যে) হাওদা বাঁধা যাবে না (সফর করবে না)।
*মাহ্রামঃ স্থায়ীভাবে বিবাহ করা হারাম এমন সম্পর্কযুক্ত পুরুষ যেমন - দাদা, বাবা, ভাই, ভাতিজা, মামা, চাচা, শ্বশুর ইত্যাদি। (বিস্তারিত ফিকহের কিতাবে উল্লেখ হয়েছে)
ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনগুলোতে রোযা পালন নেই।
দু’ (ফরয) নামাযের পর কোন (নফল ও সুন্নত) নামায নেই। ফজরের পর সূর্যোদয় (সম্পন্ন) হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত।
এবং ১. মসজিদুল হারাম (কাবা শরীফ ও সংলগ্ন মসজিদ), ২. মসজিদুল আকসা (বাইতুল মুকাদ্দাসের মসজিদ) এবং ৩. আমার মসজিদ (মদীনার মসজিদে নববী) ব্যতীত অন্য কোন মসজিদে (নামায আদায়ের উদ্দেশ্যে) হাওদা বাঁধা যাবে না (সফর করবে না)।
*মাহ্রামঃ স্থায়ীভাবে বিবাহ করা হারাম এমন সম্পর্কযুক্ত পুরুষ যেমন - দাদা, বাবা, ভাই, ভাতিজা, মামা, চাচা, শ্বশুর ইত্যাদি। (বিস্তারিত ফিকহের কিতাবে উল্লেখ হয়েছে)
كتاب التهجّد
باب مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ
1197 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ، سَمِعْتُ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، يُحَدِّثُ بِأَرْبَعٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي قَالَ: «لاَ تُسَافِرِ المَرْأَةُ يَوْمَيْنِ إِلَّا مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ الفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ وَلاَ تُشَدُّ الرِّحَالُ، إِلَّا إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِ الأَقْصَى وَمَسْجِدِي»
তাহকীক:
বর্ণনাকারী: