আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

২১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫৫২
আন্তর্জাতিক নং: ১৬৫৫
- হজ্জ্বের অধ্যায়
১০৪৪. মিনায় নামায আদায় করা
১৫৫২। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিনায় দু’ রাক’আত নামায আদায় করেছেন এবং আবু বকর, উমর (রাযিঃ)-ও। আর উসমান (রাযিঃ) তাঁর খিলাফতের প্রথম ভাগেও দু’ রাক’আত আদায় করেছেন।
كتاب الحج / المناسك
باب الصَّلاَةِ بِمِنًى
1655 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى رَكْعَتَيْنِ» وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ صَدْرًا مِنْ خِلاَفَتِهِ
হাদীস নং: ১৫৫৩
আন্তর্জাতিক নং: ১৬৫৬
- হজ্জ্বের অধ্যায়
১০৪৪. মিনায় নামায আদায় করা
১৫৫৩। আদম (রাহঃ) ......... হারিসা ইবনে ওয়াহব খুযাঈ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাদের নিয়ে মিনাতে দু’ রাক’আত নামায আদায় করেছেন। এ সময় আমরা আগের তুলনায় সংখ্যায় বেশী ছিলাম এবং অতি নিরাপদে ছিলাম।
كتاب الحج / المناسك
باب الصَّلاَةِ بِمِنًى
1656 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ الهَمْدَانِيِّ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الخُزَاعِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ أَكْثَرُ مَا كُنَّا قَطُّ وَآمَنُهُ بِمِنًى رَكْعَتَيْنِ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৫৪
আন্তর্জাতিক নং: ১৬৫৭
- হজ্জ্বের অধ্যায়
১০৪৪. মিনায় নামায আদায় করা
১৫৫৪। কাবীসা ইবনে উকবা (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (মিনায়) নবী (ﷺ) এর সাথে দু’ রাক’আত নামায আদায় করেছি। আবু বকর (রাযিঃ)-এর সাথে দু’ রাক’আত এবং উমর (রাযিঃ)-এর সাথেও দু’ রাক’আত আদায় করেছি। এরপর তোমাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে [অর্থাৎ উসমান (রাযিঃ)-এর সময় থেকে চার রাক’আত নামায আদায় করা শুরু হয়েছে] হায়! যদি চার রাক’আতের পরিবর্তে মকবুল দু’ রাক’আতই আমার ভাগ্যে জুটত!
كتاب الحج / المناسك
باب الصَّلاَةِ بِمِنًى
1657 - حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، وَمَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ رَكْعَتَيْنِ، وَمَعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ رَكْعَتَيْنِ، ثُمَّ تَفَرَّقَتْ بِكُمُ الطُّرُقُ، فَيَا لَيْتَ حَظِّي مِنْ أَرْبَعٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ»