আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

২৪- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৯৭
আন্তর্জাতিক নং: ১৯১৮ - ১৯১৯
- রোযার অধ্যায়
১২০০. নবী (ﷺ) এর বাণীঃ "বিলালের আযান যেন তোমাদের সাহরী থেকে বিরত না রাখে।"
১৭৯৭। উবাইদ ইবনে ইসমাঈল (রাহঃ) ......... নাফি' (রাহঃ) সূত্রে ইবনে উমর (রাযিঃ) থেকে এবং কাসিম ইবনে মুহাম্মাদ (রাহঃ) সূত্রে আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল (রাযিঃ) রাতে আযান দিতেন। তাই রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ ইবনে উম্মে মাকতূম (রাযিঃ) আযান দেওয়া পর্যন্ত তোমরা পানাহার কর। কেননা, ফজর না হওয়া পর্যন্ত সে আযান দেয় না। কাসিম (রাহঃ) বলেন, এদের উভয়ের মাঝে শুধু এতটুকু ব্যবধান ছিল যে, একজন নামতেন এবং অন্যজন উঠতেন।
كتاب الصوم
باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لاَ يَمْنَعَنَّكُمْ مِنْ سَحُورِكُمْ أَذَانُ بِلاَلٍ "
1918 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَالقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ بِلاَلًا كَانَ يُؤَذِّنُ بِلَيْلٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ، فَإِنَّهُ لاَ يُؤَذِّنُ حَتَّى يَطْلُعَ الفَجْرُ» ، قَالَ القَاسِمُ: وَلَمْ يَكُنْ بَيْنَ أَذَانِهِمَا إِلَّا أَنْ يَرْقَى ذَا وَيَنْزِلَ ذَا