আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

২৪- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৭২
আন্তর্জাতিক নং: ১৯৯৬ - ১৯৯৮
- রোযার অধ্যায়
১২৫০. আইয়্যামে তাশরীকে রোযা পালন করা।
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ...... হিশাম (রাহঃ) সূত্রে বর্ণিত যে, আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন, আয়িশা (রাযিঃ) মিনাতে (অবস্থানের) দিনগুলোতে রোযা পালন করতেন। আর তাঁর পিতাও সে দিনগুলোতে রোযা পালন করতেন।
১৮৭২। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) ও ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তাঁরা উভয়ে বলেন, যাঁর নিকট কুরবানীর পশু নেই তিনি ছাড়া অন্য কারও জন্য আইয়্যামে তাশরীকে রোযা পালন করার অনুমতি দেওয়া হয় নাই।
كتاب الصوم
باب صِيَامِ أَيَّامِ التَّشْرِيقِ
1996 - وَقَالَ لِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ قَالَ: أَخْبَرَنِي أَبِي، كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «تَصُومُ أَيَّامَ التَّشْرِيقِ بِمِنًى، وَكَانَ أَبُوهَا يَصُومُهَا»
1997 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عِيسى بْنِ أَبِي لَيْلَى، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَعَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالاَ: «لَمْ يُرَخَّصْ فِي أَيَّامِ التَّشْرِيقِ أَنْ يُصَمْنَ، إِلَّا لِمَنْ لَمْ يَجِدِ الهَدْيَ»
হাদীস নং: ১৮৭৩
আন্তর্জাতিক নং: ১৯৯৯
- রোযার অধ্যায়
১২৫০. আইয়্যামে তাশরীকে রোযা পালন করা।
১৮৭৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি একই সঙ্গে হজ্জ ও উমরা পালনের সুযোগ লাভ করল, সে আরাফাতের দিবস পর্যন্ত রোযা পালন করবে। সে যদি কুরবানী না করতে পারে এবং রোযাও পালন না করে থাকে তবে মিনার দিনগুলোতে রোযা পালন করবে।*
ইবনে শিহাব (রাহঃ)............ আয়িশা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইবরাহীম ইবনে সা‘দ (রাহঃ) ইবনে শিহাব (রাহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

*অধিকাংশ ইমামের মতে আইয়্যামে মিনা অর্থাৎ যিলহজ্জ মাসের ১১, ১২ তারিখ (কারো মতে ১৩ তারিখও) রোযা রাখা নিষিদ্ধ, যা অন্য হাদীস দ্বারা প্রমাণিত । যারা অনুমতি দিয়েছেন, আলোচ্য হাদীসটি তাদের সমর্থনে। সম্ভবত ইমাম বুখারী (রাহঃ)-ও এই মত পোষণ করেন।
كتاب الصوم
باب صِيَامِ أَيَّامِ التَّشْرِيقِ
1999 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «الصِّيَامُ لِمَنْ تَمَتَّعَ بِالعُمْرَةِ إِلَى الحَجِّ إِلَى يَوْمِ عَرَفَةَ، فَإِنْ لَمْ يَجِدْ هَدْيًا وَلَمْ يَصُمْ، صَامَ أَيَّامَ مِنًى» ، وَعَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ مِثْلَهُ. تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ ابْنِ شِهَابٍ