আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

২৩- মদীনা শরীফের ফযীলত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৫৭
আন্তর্জাতিক নং: ১৮৭৮
- মদীনা শরীফের ফযীলত
১১৭৭. মদীনার প্রস্তর নির্মিত দুর্গসমূহ
১৭৫৭। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... উসামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ) মদীনার কোন একটি টিলায় আরোহণ করে বললেনঃ আমি যা দেখি তোমরা কি তা দেখতে পাচ্ছ? (তিনি বললেন) বৃষ্টি বিন্দু পতিত হওয়ার স্থানসমূহের মত আমি তোমাদের গৃহসমূহের মাঝে ফিতনার স্থানসমূহ দেখতে পাচ্ছি। মা’মার ও সুলাইমান ইবনে কাসীর (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় সুফিয়ানের অনুসরণ করেছেন।
فضائل المدينة
باب آطَامِ الْمَدِينَةِ
1878 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، سَمِعْتُ [ص:22] أُسَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَشْرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُطُمٍ، مِنْ آطَامِ المَدِينَةِ، فَقَالَ: «هَلْ تَرَوْنَ مَا أَرَى، إِنِّي لَأَرَى مَوَاقِعَ الفِتَنِ خِلاَلَ بُيُوتِكُمْ كَمَوَاقِعِ القَطْرِ» ، تَابَعَهُ مَعْمَرٌ، وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنِ الزُّهْرِيِّ