আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৪৯২
আন্তর্জাতিক নং: ৩৭৬৪
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২১০৮. মু‘আবিয়া (রাযিঃ)- এর আলোচনা
৩৪৯২। হাসান ইবনে বিশর (রাহঃ) .... ইবনে আবু মুলায়কা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মু‘আবিয়া (রাযিঃ) ইশার নামাযের পর এক রাকআত মিলিয়ে বিতরের নামায আদায় করেন। তখন তাঁর নিকট ইবনে আব্বাসের আযাদকৃত গোলাম উপস্থিত ছিলেন। তিনি ইবনে আব্বাস (রাযিঃ)- এর নিকট ঘটনাটি বর্ণনা করেন, তখন ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, তাঁকে কিছু বলো না, কেননা তিনি রাসূলুল্লাহ (ﷺ)- এর সাহচর্য লাভে ধন্য হয়েছেন।
كتاب المناقب
باب ذِكْرُ مُعَاوِيَةَ رضى الله عنه
3764 - حَدَّثَنَا الحَسَنُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا المُعَافَى، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: أَوْتَرَ مُعَاوِيَةُ بَعْدَ العِشَاءِ بِرَكْعَةٍ، وَعِنْدَهُ مَوْلًى لِابْنِ عَبَّاسٍ، فَأَتَى ابْنَ عَبَّاسٍ فَقَالَ: «دَعْهُ فَإِنَّهُ قَدْ صَحِبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
হাদীস নং: ৩৪৯৩
আন্তর্জাতিক নং: ৩৭৬৫
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২১০৮. মু‘আবিয়া (রাযিঃ)- এর আলোচনা
৩৪৯৩। ইবনে আবু মারইয়াম (রাহঃ) .... ইবনে আবু মুলায়কা (রাহঃ) থেকে বর্ণিত, ইবনে আব্বাস (রাযিঃ)- কে বলা হল, আপনি আমীরুল মু’মিনীন মু‘আবিয়া (রাযিঃ)- এর সাথে এ বিষয় আলাপ করবেন কি? যেহেতু তিনি বিতর নামায এক রাকআত মিলিয়ে আদায় করেছেন। ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, তিনি (তাঁর দৃষ্টিতে) ঠিকই করেছেন, কেননা তিনি নিজেই একজন ফকীহ্।
كتاب المناقب
باب ذِكْرُ مُعَاوِيَةَ رضى الله عنه
3765 - حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، قِيلَ لِابْنِ عَبَّاسٍ: " هَلْ لَكَ فِي أَمِيرِ المُؤْمِنِينَ مُعَاوِيَةَ، فَإِنَّهُ [ص:29] مَا أَوْتَرَ إِلَّا بِوَاحِدَةٍ؟ قَالَ: «أَصَابَ، إِنَّهُ فَقِيهٌ»
হাদীস নং: ৩৪৯৪
আন্তর্জাতিক নং: ৩৭৬৬
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২১০৮. মু‘আবিয়া (রাযিঃ)- এর আলোচনা
৩৪৯৪। আমর ইবনে আব্বাস (রাহঃ) .... মু‘আবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এমন এক নামায আদায় কর, আমরা (দীর্ঘদিন) নবী কারীম (ﷺ)- এর সাহচর্য লাভ করেছি আমরা তাঁকে তা আদায় করতে দেখিনি, বরং তিনি এ দু’রাক'আত নামায আদায় করতে নিষেধ করেছেন। অর্থাৎ আসরের পর দু’রাকআত (নফল)।
كتاب المناقب
باب ذِكْرُ مُعَاوِيَةَ رضى الله عنه
3766 - حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ، عَنْ مُعَاوِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاَةً، لَقَدْ صَحِبْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا» يَعْنِي: الرَّكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ