আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৫৩৬
আন্তর্জাতিক নং: ৩৮০৮
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২১২৬. উবাই ইবনে কা‘ব (রাযিঃ)- এর মর্যাদা
৩৫৩৬। আবুল ওয়ালিদ (রাহঃ) .... মাসরূক (রাহঃ) থেকে বর্ণিত যে, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ)- এর মজলিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)- এর আলোচনা চলছিল। তখন তিনি বললেন; তিনি সে ব্যক্তি যাকে নবী কারীম (ﷺ)- এর বক্তব্য শোনার পর থেকে আমি অত্যন্ত ভালবাসি। নবী কারীম (ﷺ) বলেছেন, কুরআন শিক্ষা কর চারজনের নিকট থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ (সর্ব প্রথম তিনি এ নামটি বললেন)। সালিম আবু হুযাইফার আযাদকৃত গোলাম, মু‘আয ইবনে জাবাল ও উবাই ইবনে কা‘ব (রাযিঃ)।
كتاب المناقب
باب مَنَاقِبُ أُبَىِّ بْنِ كَعْبٍ رضى الله عنه
3808 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: ذُكِرَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَقَالَ: ذَاكَ رَجُلٌ لاَ أَزَالُ أُحِبُّهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ - فَبَدَأَ بِهِ -، وَسَالِمٍ، مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ»
হাদীস নং: ৩৫৩৭
আন্তর্জাতিক নং: ৩৮০৯
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২১২৬. উবাই ইবনে কা‘ব (রাযিঃ)- এর মর্যাদা
৩৫৩৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী কারীম (ﷺ) উবাই ইবনে কা‘ব (রাযিঃ)- কে বললেন, আল্লাহ সূরা لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا তোমাকে পড়ে শোনানোর জন্য আদেশ করেছেন। উবাই ইবনে কা‘ব (রাযিঃ) জিজ্ঞাসা করলেন আল্লাহ আমার নাম উচ্চারণ করেছেন? নবী কারীম (ﷺ) বললেন হ্যাঁ। তখন তিনি (আনন্দের আতিশয্যে) কাঁদলেন।
كتاب المناقب
باب مَنَاقِبُ أُبَىِّ بْنِ كَعْبٍ رضى الله عنه
3809 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: سَمِعْتُ شُعْبَةَ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيٍّ: " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الكِتَابِ} [البينة: 1] قَالَ: وَسَمَّانِي؟ قَالَ: «نَعَمْ» فَبَكَى