আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫২- কুরআনের ফাযাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৪৬৬৯
আন্তর্জাতিক নং: ৫০৩৫
- কুরআনের ফাযাঈল অধ্যায়
২৬৩৪. শিশুদের কুরআন শিক্ষাদান
৪৬৬৯। মুসা ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... সা‘ঈদ ইবনে যুবাইর (রাহঃ) বলেন, যে সকল সূরাকে তোমরা মুফাসসাল[১] বলো তা হচ্ছে মুহকাম।[২] রাবী বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, যখন আল্লাহর রাসূল (ﷺ) ইন্তিকাল করেন, তখন আমার বয়স দশ বছর এবং আমি ঐ বয়সেই মুহকাম আয়াত সমূহ শিখে নিয়েছিলাম।
[১] সূরা হুজুরাত থেকে সূরা নাস পর্যান্ত সূরাসমূহকে মুফাসসাল বলা হয়।
[২] যে সকল আয়াতের ভাষা প্রাঞ্জল এবং অর্থ নির্ধারণের ব্যাপারে কোন অসুবিধা হয় না ও সন্দেহের অবকাশ নেই সে সকল আয়াতকে 'মুহকাম আয়াত' বলে।
[১] সূরা হুজুরাত থেকে সূরা নাস পর্যান্ত সূরাসমূহকে মুফাসসাল বলা হয়।
[২] যে সকল আয়াতের ভাষা প্রাঞ্জল এবং অর্থ নির্ধারণের ব্যাপারে কোন অসুবিধা হয় না ও সন্দেহের অবকাশ নেই সে সকল আয়াতকে 'মুহকাম আয়াত' বলে।
كتاب فضائل القرآن
باب تَعْلِيمِ الصِّبْيَانِ الْقُرْآنَ
5035 - حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: إِنَّ الَّذِي تَدْعُونَهُ المُفَصَّلَ هُوَ المُحْكَمُ، قَالَ: وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ عَشْرِ سِنِينَ، وَقَدْ قَرَأْتُ المُحْكَمَ»
তাহকীক:
হাদীস নং: ৪৬৭০
আন্তর্জাতিক নং: ৫০৩৬
- কুরআনের ফাযাঈল অধ্যায়
২৬৩৪. শিশুদের কুরআন শিক্ষাদান
৪৬৭০। ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুহকাম সূরা সমূহ আল্লাহর রাসূল (ﷺ)-এর জীবদ্দশায় মুখস্থ করেছিলাম।
রাবী সা‘ঈদ (রাহঃ) বলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘মুহকাম’ অর্থ কি? তিনি বললেন, মুফাসসাল।
রাবী সা‘ঈদ (রাহঃ) বলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘মুহকাম’ অর্থ কি? তিনি বললেন, মুফাসসাল।
كتاب فضائل القرآن
باب تَعْلِيمِ الصِّبْيَانِ الْقُرْآنَ
5036 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «جَمَعْتُ المُحْكَمَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، فَقُلْتُ لَهُ: وَمَا المُحْكَمُ؟ قَالَ: «المُفَصَّلُ»
তাহকীক: