আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৬৮০
আন্তর্জাতিক নং: ৫০৪৫
- কুরআনের ফাযাঈল অধ্যায়
২৬৩৮. মদ অক্ষরকে দীর্ঘ করে পড়া
৪৬৮০। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে রাসূল (ﷺ)-এর কিরাআত পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসূল (ﷺ) দীর্ঘায়িত করে পাঠ করতেন।
كتاب فضائل القرآن
باب مَدِّ الْقِرَاءَةِ
5045 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنْ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كَانَ يَمُدُّ مَدًّا»
হাদীস নং: ৪৬৮১
আন্তর্জাতিক নং: ৫০৪৬
- কুরআনের ফাযাঈল অধ্যায়
২৬৩৮. মদ অক্ষরকে দীর্ঘ করে পড়া
৪৬৮১। আমর ইবনে আসিম (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,হযরত আনাস (রাযিঃ) কে রাসূল (ﷺ)-এর ‘কিরাআত’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে, রাসূল (ﷺ)-এর ‘কিরাআত’ কেমন ছিল? উত্তর তিনি বললেন, কোন কোন ক্ষেত্রে রাসূল (ﷺ) দীর্ঘ করতেন। এরপর তিনি “বিসমিল্লাহির রাহমানির রাহীম” তিলাওয়াত করে শোনালেন এবং তিনি বললেন, রাসূল (ﷺ) ‘বিসমিল্লাহ্’, আর রহমান’, আর রাহীম’ পড়ার সময় মদ্ করতেন।
كتاب فضائل القرآن
باب مَدِّ الْقِرَاءَةِ
5046 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَتْ مَدًّا» ، ثُمَّ قَرَأَ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ