আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৫৫- ভরণ পোষণ বাসস্থান অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৯৭২
আন্তর্জাতিক নং: ৫৩৬৩
- ভরণ পোষণ বাসস্থান অধ্যায়
২৮২৮. নিজ পরিবারে গৃহকর্তার কাজকর্ম
৪৯৭২। মুহাম্মাদ ইবনে ‘আর‘আরা (রাহঃ) ......... আসওয়াদ ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ‘আয়েশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, নবী করীম (ﷺ) গৃহে কি কাজ করতেন? তিনি বললেনঃ তিনি ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, আর যখন আযান শুনতেন, তখন বেরিয়ে যেতেন।
كتاب النفقات
باب خِدْمَةِ الرَّجُلِ فِي أَهْلِهِ
5363 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْنَعُ فِي البَيْتِ؟ قَالَتْ: «كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ»