আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৫০০১
আন্তর্জাতিক নং: ৫৩৯৩
- পানাহার সংক্রান্ত অধ্যায়
২৮৪৬. মু’মিন ব্যক্তি এক পেটে খায়
৫০০১। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... নাফি‘ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইবনে ‘উমর (রাযিঃ) ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ পর্যন্ত তার সাথে খাওয়ার জন্য একজন মিসকীনকে ডেকে না আনা হতো। একদা আমি তার সঙ্গে বসে আহার করার জন্য জনৈক ব্যক্তিকে নিয়ে আসলাম। লোকটি খুব বেশী আহার করলো। তিনি বললেনঃ নাফি‘! এ ধরনের লোককে আমার কাছে নিয়ে আসবে না। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মু’মিন ব্যক্তি এক পেটে খায়। আর কাফির ব্যক্তি সাত পেটে খায়।
كتاب الأطعمة
باب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ
5393 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، عَنْ نَافِعٍ، قَالَ: كَانَ ابْنُ عُمَرَ، لاَ يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ، فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا، فَقَالَ: يَا نَافِعُ، لاَ تُدْخِلْ هَذَا عَلَيَّ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «المُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ»
তাহকীক:
হাদীস নং: ৫০০২
আন্তর্জাতিক নং: ৫৩৯৪
- পানাহার সংক্রান্ত অধ্যায়
২৮৪৬. মু’মিন ব্যক্তি এক পেটে খায়
৫০০২। মুহাম্মাদ ইবনে সালাম (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন মু’মিন এক পেটে খায় আর কাফিব অথবা বলেছেন, মুনাফিক। রাবী বলেন, এ দু’টি শব্দের মধ্যে আমার সন্দেহ আছে যে, বর্ণনাকারী কোনটি বলেছেন। ‘উবাইদুল্লাহ বলেনঃ সাত পেটে খায়। ইবনে বুকায়র বলেনঃ মালিক (রাহঃ) নাফি‘ (রাহঃ) -এর সূত্রে ইবনে ‘উমর (রাযিঃ) থেকে এবং তিনি নবী করীম (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الأطعمة
باب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ
5394 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ المُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَإِنَّ الكَافِرَ أَوِ المُنَافِقَ - فَلاَ أَدْرِي أَيَّهُمَا قَالَ عُبَيْدُ اللَّهِ - يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ» وَقَالَ ابْنُ بُكَيْرٍ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ
তাহকীক:
হাদীস নং: ৫০০৩
আন্তর্জাতিক নং: ৫৩৯৫
- পানাহার সংক্রান্ত অধ্যায়
২৮৪৬. মু’মিন ব্যক্তি এক পেটে খায়
৫০০৩। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... ‘আমর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু নাহীক অত্যধিক আহারকারী ব্যক্তি ছিলেন। ইবনে ‘উমর (রাযিঃ) তাঁকে বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কাফির ব্যক্তি সাত পেটে খায়। আবু নাহীক বললেনঃ আমি তো আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখি।
كتاب الأطعمة
باب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ
5395 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ: كَانَ أَبُو نَهِيكٍ [ص:72] رَجُلًا أَكُولًا، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ» فَقَالَ: فَأَنَا أُومِنُ بِاللَّهِ وَرَسُولِهِ
তাহকীক:
হাদীস নং: ৫০০৪
আন্তর্জাতিক নং: ৫৩৯৬
- পানাহার সংক্রান্ত অধ্যায়
২৮৪৬. মু’মিন ব্যক্তি এক পেটে খায়
৫০০৪। ইসমা‘ঈল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মু’মিন ব্যক্তি এক পেটে আহার করে আর কাফির সাত পেটে আহার করে।
كتاب الأطعمة
باب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ
5396 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَأْكُلُ المُسْلِمُ فِي مِعًى وَاحِدٍ، وَالكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ»
তাহকীক:
হাদীস নং: ৫০০৫
আন্তর্জাতিক নং: ৫৩৯৭
- পানাহার সংক্রান্ত অধ্যায়
২৮৪৬. মু’মিন ব্যক্তি এক পেটে খায়
৫০০৫। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি প্রচুর পরিমাণে আহার করতো। লোকটি মুসলমান হলে স্বল্পাহার করতে লাগলো। ব্যাপারটি রাসূল (ﷺ) -এর কাছে উল্লেখ করা হলে তিনি বলেনঃ মু’মিন এক পেটে আহার করে, আর কাফির আহার করে সাত পেটে।
كتاب الأطعمة
باب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ
5397 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا كَانَ يَأْكُلُ أَكْلًا كَثِيرًا، فَأَسْلَمَ، فَكَانَ يَأْكُلُ أَكْلًا قَلِيلًا، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ المُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ»
তাহকীক: