আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫২১৩
আন্তর্জাতিক নং: ৫৬১৫
- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
২৯৬৫. দাঁড়ানো অবস্থায় পান করা
৫২১৩। আবু নু‘আয়ম (রাহঃ) ......... নাযযাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুফা মসজিদের ফটকে ‘আলী (রাযিঃ) -এর নিকট পানি আনা হলে, তিনি দণ্ডায়মান অবস্থায় তা পান করলেন। এরপর বললেনঃ লোকজনের মধ্যে কেউ কেউ দণ্ডায়মান অবস্থায় পান করাকে মাকরূহ মনে করে, অথচ আমি নবী করীম (ﷺ) -কে দেখেছি তোমরা আমাকে যেরূপভাবে পান করতে দেখলে তিনিও সে রূপ করেছেন।
كتاب الأشربة
باب الشُّرْبِ قَائِمًا
5615 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنِ النَّزَّالِ، قَالَ: أَتَى عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى بَابِ الرَّحَبَةِ «فَشَرِبَ قَائِمًا» فَقَالَ: إِنَّ نَاسًا يَكْرَهُ أَحَدُهُمْ أَنْ يَشْرَبَ وَهُوَ قَائِمٌ، وَإِنِّي «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا رَأَيْتُمُونِي فَعَلْتُ»
হাদীস নং: ৫২১৪
আন্তর্জাতিক নং: ৫৬১৬
- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
২৯৬৫. দাঁড়ানো অবস্থায় পান করা
৫২১৪। আদাম (রাহঃ) ......... নাযযাল ইবনে সাবরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি ‘আলী ইবনে আবু তালিব (রাযিঃ) -এর সম্পর্কে বর্ণনা করেছেন যে, তিনি যোহরের নামায আদায় করেন। এরপর তিনি মানুষের নানাবিধ প্রয়োজনীয় কাজে কুফা মসজিদের চত্বরে বসে পড়লেন। অবশেষে আসরের নামায আদায়ের সময় হয়ে গেল। তখন পানি আনা হল। তিনি পানি পান করলেন এবং নিজের মুখমণ্ডল ও উভয় হাত ধৌত করলেন। বর্ণনাকারী আদাম এখানে তাঁর মাথার কথাও উল্লেখ করেন এবং ধৌত করার কথাও উল্লেখ করেন। এরপর ‘আলী (রাযিঃ) দাঁড়ালেন এবং তিনি দাঁড়ান অবস্থায় উযুর উদ্ধৃত্ত পানি পান করে নিলেন। এরপর তিনি বললেনঃ লোকজন দণ্ডায়মান অবস্থায় পান করাকে মাকরূহ মনে করে, অথচ আমি যেমন করেছি নবী করীম (ﷺ)-ও তেমন করেছেন।
كتاب الأشربة
باب الشُّرْبِ قَائِمًا
5616 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ مَيْسَرَةَ، سَمِعْتُ النَّزَّالَ بْنَ سَبْرَةَ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ صَلَّى الظُّهْرَ، ثُمَّ قَعَدَ فِي حَوَائِجِ النَّاسِ فِي رَحَبَةِ الكُوفَةِ، حَتَّى حَضَرَتْ صَلاَةُ العَصْرِ، ثُمَّ أُتِيَ بِمَاءٍ، فَشَرِبَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَذَكَرَ رَأْسَهُ وَرِجْلَيْهِ، ثُمَّ قَامَ «فَشَرِبَ فَضْلَهُ وَهُوَ قَائِمٌ» ثُمَّ قَالَ: إِنَّ نَاسًا يَكْرَهُونَ الشُّرْبَ قِيَامًا، «وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُ»
হাদীস নং: ৫২১৫
আন্তর্জাতিক নং: ৫৬১৭
- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
২৯৬৫. দাঁড়ানো অবস্থায় পান করা
৫২১৫। আবু নু‘আয়ম (রাহঃ) ......... ইবনে ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) দণ্ডায়মান অবস্থায় যমযমের পানি পান করেছেন।
كتاب الأشربة
باب الشُّرْبِ قَائِمًا
5617 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «شَرِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا مِنْ زَمْزَمَ»