আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫২২৫
আন্তর্জাতিক নং: ৫৬২৭
- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
২৯৭৩. মশকের মুখ থেকে পানি পান করা
৫২২৫। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... আইয়ুব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইকরিমা আমাদের বললেন, আমি তোমাদের সংক্ষিপ্ত এমন কতগুলো কথা জানাবো কি যেগুলো আমাদের কাছে আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেছেন? (কথাগুলো হল) রাসূলুল্লাহ (ﷺ) বড় কিংবা ছোট মশকের মুখে পানি পান করতে এবং প্রতিবেশীকে এর দেওয়ালের উপর খুঁটি গাড়তে বাধা দিতে নিষেধ করেছেন।
كتاب الأشربة
باب الشُّرْبِ مِنْ فَمِ السِّقَاءِ
5627 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَيُّوبُ، قَالَ لَنَا عِكْرِمَةُ: أَلاَ أُخْبِرُكُمْ بِأَشْيَاءَ قِصَارٍ حَدَّثَنَا بِهَا أَبُو هُرَيْرَةَ؟ «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الشُّرْبِ مِنْ فَمِ القِرْبَةِ أَوِ السِّقَاءِ، وَأَنْ يَمْنَعَ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي دَارِهِ»
হাদীস নং: ৫২২৬
আন্তর্জাতিক নং: ৫৬২৮
- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
২৯৭৩. মশকের মুখ থেকে পানি পান করা
৫২২৬। মুসাদ্দাদ (রাহঃ) ......... আবু হুরায়বা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) মাশকের মুখ থেকে পানি পান করতে নিষেধ করেছেন।
كتاب الأشربة
باب الشُّرْبِ مِنْ فَمِ السِّقَاءِ
5628 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُشْرَبَ مِنْ فِي السِّقَاءِ»
হাদীস নং: ৫২২৭
আন্তর্জাতিক নং: ৫৬২৯
- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
২৯৭৩. মশকের মুখ থেকে পানি পান করা
৫২২৭। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) মশকের মুখ থেকে পানি পান করতে নিষেধ করেছেন।
كتاب الأشربة
باب الشُّرْبِ مِنْ فَمِ السِّقَاءِ
5629 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الشُّرْبِ مِنْ فِي السِّقَاءِ»