আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫২৯৫
আন্তর্জাতিক নং: ৫৬৯৮ - ৫৬৯৯
- চিকিৎসা - তদবীরের অধ্যায়
৩০১৫. মাথায় শিংগা লাগানো
৫২৯৫। ঈসমাইল (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে বুহায়না (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম বাধা অবস্থায় মক্কার ‘লাহয়ী জামাল’ নামক স্থানে তার মাথার মধ্যখানে শিঙ্গা লাগান। আনসারী (রাহঃ) হিশাম ইবনে হাসসান (রাহঃ) ইকরিমার সূত্রে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তার মাথায় শিঙ্গা লাগান।
كتاب الطب
بَابُ الْحِجَامَةِ عَلَى الرَّأْسِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ عَلْقَمَةَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ الأَعْرَجَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ ابْنَ بُحَيْنَةَ، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم احْتَجَمَ بِلَحْىِ جَمَلٍ مِنْ طَرِيقِ مَكَّةَ، وَهْوَ مُحْرِمٌ، فِي وَسَطِ رَأْسِهِ. وَقَالَ الأَنْصَارِيُّ أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم احْتَجَمَ فِي رَأْسِهِ.