আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৩০৯
আন্তর্জাতিক নং: ৫৭১৮
- চিকিৎসা - তদবীরের অধ্যায়
৩০২৭. পাঁজরের ব্যথা
৫৩০৯। মুহাম্মাদ (রাহঃ) ......... ‘উবাইদুল্লাহ ইবনে ‘আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, উম্মে কায়স বিনতে মিহসান তিনি ছিলেন প্রথম কালের হিজরতকারিণী ‘উককাশা ইবনে মিহসান (রাযিঃ) -এর বোন এবং রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট বায়‘আত গ্রহণকারিণী মহিলা সাহাবী। তিনি বলেছেনঃ তিনি তাঁর এক ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে আসেন। ছেলেটির আলাজিহ্বা ফুলে গিয়েছিল। তিনি তা দাবিয়ে দিয়েছিলেন। তখন নবী করীম (ﷺ) বললেনঃ আল্লাহকে ভয় কর, কেন তোমরা তোমাদের সন্তানদের তালু দাবিয়ে কষ্ট দাও। তোমরা এই ভারতীয় চন্দন কাঠ ব্যবহার কর। কেননা, এতে রয়েছে সাত প্রকারের চিকিৎসা। তন্মধ্যে একটি হল পাঁজরের ব্যথা। কাঠ বলতে নবী করীম (ﷺ) -এর উদ্দেশ্য হল কোস্ত। “القسط” শব্দে তার আভিধানিক ব্যবহার আছে।
كتاب الطب
باب ذَاتِ الْجَنْبِ
5718 - حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَتَّابُ بْنُ بَشِيرٍ، عَنْ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ: أَنَّ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ، وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الأُوَلِ اللَّاتِي بَايَعْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ أُخْتُ عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ، أَخْبَرَتْهُ: أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِابْنٍ لَهَا قَدْ عَلَّقَتْ عَلَيْهِ مِنَ العُذْرَةِ، فَقَالَ: «اتَّقُوا اللَّهَ، عَلَى مَا تَدْغَرُونَ أَوْلاَدَكُمْ بِهَذِهِ الأَعْلاَقِ، عَلَيْكُمْ بِهَذَا العُودِ الهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ، مِنْهَا ذَاتُ الجَنْبِ» يُرِيدُ الكُسْتَ، يَعْنِي القُسْطَ. قَالَ: وَهِيَ لُغَةٌ
তাহকীক:
হাদীস নং: ৫৩১০
আন্তর্জাতিক নং: ৫৭১৯ - ৫৭২১
- চিকিৎসা - তদবীরের অধ্যায়
৩০২৭. পাঁজরের ব্যথা
৫৩১০। আরিম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। আবু তালহা ও আনাস ইবনে নযর (রাযিঃ) তাকে আগুন দিয়ে দাগ দিয়েছেন। আর আবু তালহা তাকে নিজ হাতে দাগ দিয়েছেন। ‘আব্বাদ ইবনে মানসুর বলেন, আইয়ূ্ব আবু কিলাবা ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) আনসারদের জনৈক পরিবারের লোকদের বিষাক্ত দংশন ও কান ব্যথা জনিত কারণে ঝাঁড়ফুক গ্রহণ করার জন্য অনূমতি দেন। আনাস (রাযিঃ) বলেন: আমাকে পাঁজর ব্যথা রোগের কারণে রাসূলুল্লাহ (ﷺ) -এর জীবিত থাকাকালে আগুন দিয়ে দাগ দেয়া হয়েছিল। তখন আমার নিকট উপস্থিত ছিলেন আবু তালহা, আনাস ইবনে নযর এবং যায়দ ইবনে সাবিত (রাযিঃ)। আর আবু তালহা (রাযিঃ) আমাকে দাগ দিয়েছিলেন।
كتاب الطب
باب ذَاتِ الْجَنْبِ
حَدَّثَنَا عَارِمٌ، حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ قُرِئَ عَلَى أَيُّوبَ مِنْ كُتُبِ أَبِي قِلاَبَةَ، مِنْهُ مَا حَدَّثَ بِهِ وَمِنْهُ مَا قُرِئَ عَلَيْهِ، وَكَانَ هَذَا فِي الْكِتَابِ عَنْ أَنَسٍ أَنَّ أَبَا طَلْحَةَ وَأَنَسَ بْنَ النَّضْرِ كَوَيَاهُ، وَكَوَاهُ أَبُو طَلْحَةَ بِيَدِهِ. وَقَالَ عَبَّادُ بْنُ مَنْصُورٍ عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَذِنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَهْلِ بَيْتٍ مِنَ الأَنْصَارِ أَنْ يَرْقُوا مِنَ الْحُمَةِ وَالأُذُنِ. قَالَ أَنَسٌ كُوِيتُ مِنْ ذَاتِ الْجَنْبِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَىٌّ، وَشَهِدَنِي أَبُو طَلْحَةَ وَأَنَسُ بْنُ النَّضْرِ وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو طَلْحَةَ كَوَانِي.
তাহকীক: