আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৪৫০
আন্তর্জাতিক নং: ৫৮৬৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১০৭. আংটির মোহর।
৫৪৫০। আবদান (রাহঃ) ......... হুমায়দ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রাযিঃ) এর নিকট জিজ্ঞাসা করা হয় যে, নবী (ﷺ) আংটি পরেছেন কিনা? তিনি বললেনঃ নবী (ﷺ) এক রাতে এশার নামায আদায়ে অর্ধরাত পর্যন্ত দেরী করেন। এরপর তিনি আমাদের মাঝে আসেন। আমি যেন তাঁর আংটির চমক দেখতে পেলাম। তিনি বললেনঃ লোকজন নামায আদায় করে শুয়ে পড়েছে। আর যতক্ষণ তোমরা নামাযের অপেক্ষায় রয়েছ, ততক্ষণ তোমরা নামাযের মধ্যেই রয়েছ।
كتاب اللباس
باب فَصِّ الْخَاتَمِ
5869 - حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا حُمَيْدٌ، قَالَ: سُئِلَ أَنَسٌ، هَلِ اتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا؟ قَالَ: أَخَّرَ لَيْلَةً صَلاَةَ العِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ، قَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا، وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُوهَا»
হাদীস নং: ৫৪৫১
আন্তর্জাতিক নং: ৫৮৭০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১০৭. আংটির মোহর।
৫৪৫১। ইসহাক (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, আল্লাহর নবী (ﷺ) এর আংটি ছিল রূপার। আর তার নাগিনাটিও ছিল রূপার। ইয়াহয়া ইবনে আইয়ুব → হুমায়দ → আনাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب اللباس
باب فَصِّ الْخَاتَمِ
5870 - حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ حُمَيْدًا، يُحَدِّثُ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ خَاتَمُهُ مِنْ فِضَّةٍ وَكَانَ فَصُّهُ مِنْهُ» وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ: حَدَّثَنِي حُمَيْدٌ: سَمِعَ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ