আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৫৫৪
আন্তর্জাতিক নং: ৫৯৭৯ - ৫৯৮০
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩১৭০. যে স্ত্রীলোকের স্বামী আছে, ঐ স্ত্রীর পক্ষে তার নিজের মায়ের সঙ্গে ভাল ব্যবহার অক্ষুণ্ন রাখা।
লাঈস (রাহঃ) ...... আসমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ কুরাইশরা যে সময়ে নবী (ﷺ) এর সঙ্গে সন্ধিচুক্তি করেছিল, ঐ চুক্তিকালীন সময়ে আমার মা তাঁর পিতার সঙ্গে এলেন। আমি নবী (ﷺ) এর কাছে জিজ্ঞাসা করলামঃ আমার মা এসেছেন, তবে সে অমুসলিম। আমি কি তার সঙ্গে ভাল ব্যবহার করব? তিনি বললেনঃ হ্যাঁ। তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো।
লাঈস (রাহঃ) ...... আসমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ কুরাইশরা যে সময়ে নবী (ﷺ) এর সঙ্গে সন্ধিচুক্তি করেছিল, ঐ চুক্তিকালীন সময়ে আমার মা তাঁর পিতার সঙ্গে এলেন। আমি নবী (ﷺ) এর কাছে জিজ্ঞাসা করলামঃ আমার মা এসেছেন, তবে সে অমুসলিম। আমি কি তার সঙ্গে ভাল ব্যবহার করব? তিনি বললেনঃ হ্যাঁ। তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো।
৫৫৫৪। ইয়াহয়া (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, আবু সুফিয়ান (রাযিঃ) তাকে জানিয়েছেন যে, (রোমসম্রাট) হিরাক্লিয়াস তাকে ডেকে পাঠায়। তথায় আবু সুফিয়ান বললেন যে, তিনি অর্থাৎ নবী (ﷺ) আমাদের নামায আদায় করতে, যাকাত দিতে, পবিত্র থাকতে এবং রক্তের সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেন।
كتاب الأدب
باب صِلَةِ الْمَرْأَةِ أُمَّهَا وَلَهَا زَوْجٌ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي هِشَامٌ، عَنْ عُرْوَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ قَدِمَتْ أُمِّي وَهْىَ مُشْرِكَةٌ فِي عَهْدِ قُرَيْشٍ وَمُدَّتِهِمْ، إِذْ عَاهَدُوا النَّبِيَّ صلى الله عليه وسلم مَعَ أَبِيهَا، فَاسْتَفْتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ إِنَّ أُمِّي قَدِمَتْ وَهْىَ رَاغِبَةٌ {أَفَأَصِلُهَا} قَالَ " نَعَمْ صِلِي أُمَّكِ
حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ أَخْبَرَهُ أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فَقَالَ يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالصَّدَقَةِ وَالْعَفَافِ وَالصِّلَةِ.