আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৬৪১
আন্তর্জাতিক নং: ৬০৬৭
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২২১. কি ধরনের ধারণা করা যেতে পারে।
৫৬৪১। সাঈদ ইবনে উফায়র (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ অমুক ও অমুক ব্যক্তি আমাদের দ্বীন সম্পর্কে কিছু জানে বলে আমি ধারণা করি না। রাবী লাঈস বর্ণনা করেন যে, এ দু’ব্যক্তি মুনাফিক ছিল।
كتاب الأدب
باب مَا يَكُونُ مِنَ الظَّنِّ
6067 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَظُنُّ فُلاَنًا وَفُلاَنًا يَعْرِفَانِ مِنْ دِينِنَا شَيْئًا» قَالَ اللَّيْثُ: «كَانَا رَجُلَيْنِ مِنَ المُنَافِقِينَ» .
তাহকীক:
হাদীস নং: ৫৬৪২
আন্তর্জাতিক নং: ৬০৬৮
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২২১. কি ধরনের ধারণা করা যেতে পারে।
৫৬৪২। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লাঈস রাহঃ আমাদের কাছে উপরোক্ত হাদীস বর্ণনা করেন। (এতে রয়েছে) আয়েশা (রাযিঃ) বলেন, একদিন নবী (ﷺ) আমার নিকট এসে বললেনঃ হে আয়েশা! অমুক ও অমুক ব্যক্তি আমাদের দ্বীন, যার উপর আমরা রয়েছি, সে সম্পর্কে কিছু জানে বলে আমি মনে করি না।
كتاب الأدب
باب مَا يَكُونُ مِنَ الظَّنِّ
6068 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، بِهَذَا وَقَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، وَقَالَ: «يَا عَائِشَةُ، مَا أَظُنُّ فُلاَنًا وَفُلاَنًا يَعْرِفَانِ دِينَنَا الَّذِي نَحْنُ عَلَيْهِ»
তাহকীক: