আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৬৫৩
আন্তর্জাতিক নং: ৬০৮২
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২২৭. ভ্রাতৃত্ব ও প্রতিশ্রুতির বন্ধন স্থাপন।
আবু জুহাইফা (রাযিঃ) বলেন, নবী (ﷺ) সালমান ও আবু দারদার মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন।
আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) বলেনঃ আমরা মদীনায় আসলে নবী (ﷺ) আমার ও সা’দ ইবনে রবী-এর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন।
৫৬৫৩। মুসাদ্দাদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) আমাদের নিকট এলে নবী (ﷺ) তাঁর ও সা’দ ইবনে রবী এর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন। তারপর নবী (ﷺ) তার বিয়ের পর তাকে বললেনঃ তুমি ওলীমা করো, অন্তত একটি বকরী দিয়ে হলেও।
كتاب الأدب
بَابُ الإِخَاءِ وَالحِلْفِ وَقَالَ أَبُو جُحَيْفَةَ: «آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ» وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ: «لَمَّا قَدِمْنَا المَدِينَةَ آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ»
6082 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: لَمَّا قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ، فَآخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»
হাদীস নং: ৫৬৫৪
আন্তর্জাতিক নং: ৬০৮৩
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২২৯. ভ্রাতৃত্ব ও প্রতিশ্রুতির বন্ধন স্থাপন।
৫৬৫৪। মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) ......... আসিম (রাহঃ) থেকে বর্ণিত যে, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম। আপনি জানেন কি, নবী (ﷺ) বলেছেনঃ ইসলামে প্রতিশ্রুতির সম্পর্ক নেই? তিনি বললেনঃ নবী (ﷺ) তো আমার ঘরে বসে কুরাইশ আর আনসারদের মধ্যে পরস্পর প্রতিশ্রুতির বন্ধন স্থাপন করেছেন।
كتاب الأدب
باب الإِخَاءِ وَالْحِلْفِ
6083 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ: قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَبَلَغَكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ» فَقَالَ: «قَدْ حَالَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِي»