আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৬৬৭
আন্তর্জাতিক নং: ৬০৯৭
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৩২. উত্তম চরিত্র সম্পর্কে।
৫৬৬৭। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, মানুষের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে চাল-চলনে, রীতি-নীতিতে ও স্বভাব-চরিত্রে যার সবচেয়ে বেশী সামঞ্জস্য বিদ্যমান, তিনি হলেন ইবনে উম্মে আবদ (আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ)। যখন তিনি নিজ ঘর থেকে বের হন, তখন থেকে ঘরে ফিরে আসা পর্যন্ত এ সামঞ্জস্য দেখা যায়। তবে তিনি একাকী নিজগৃহে কিরূপ ব্যবহার করেন, তা আমরা জানি না।
كتاب الأدب
باب فِي الْهَدْىِ الصَّالِحِ
6097 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: قُلْتُ لِأَبِي أُسَامَةَ: أَحَدَّثَكُمُ الأَعْمَشُ: سَمِعْتُ شَقِيقًا، قَالَ: سَمِعْتُ حُذَيْفَةَ، يَقُولُ: «إِنَّ أَشْبَهَ النَّاسِ دَلًّا وَسَمْتًا وَهَدْيًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَابْنُ أُمِّ عَبْدٍ، مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى أَنْ يَرْجِعَ إِلَيْهِ، لاَ نَدْرِي مَا يَصْنَعُ فِي أَهْلِهِ إِذَا خَلاَ»
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৬৬৮
আন্তর্জাতিক নং: ৬০৯৮
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৩২. উত্তম চরিত্র সম্পর্কে।
৫৬৬৮। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উত্তম বাণী হল আল্লাহর কিতাব। আর সবচে উত্তম চরিত্র হল মুহাম্মাদ (ﷺ) এর চরিত্র।
كتاب الأدب
باب فِي الْهَدْىِ الصَّالِحِ
6098 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُخَارِقٍ، سَمِعْتُ طَارِقًا، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: «إِنَّ أَحْسَنَ الحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»