আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৮২৯
আন্তর্জাতিক নং: ৬২৬৩
- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
৩৩১৭. মুসাফাহা করা।
ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, নবী (ﷺ) যখন আমাকে তাশাহহুদ শিক্ষা দেন, তখন আমার হাত তাঁর দু’হাতের মাঝে ছিল।
কা’ব ইবনে মালিক (রাযিঃ) বলেন, একবার আমি মসজিদে ঢুকেই রাসূলুল্লাহ (ﷺ) কে পেয়ে গেলাম। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ (রাযিঃ) আমার দিকে দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফাহা করলেন এবং আমাকে মুবারকবাদ জানালেন।
৫৮২৯। আমর ইবনে আসিম (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, আমি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলামঃ নবী (ﷺ) এর সাহাবীগণের মধ্যে কি মুসাফাহা করার রেওয়াজ ছিল? তিনি বললেনঃ হ্যাঁ।
كتاب الاستئذان
بَابُ المُصَافَحَةِوَقَالَ ابْنُ مَسْعُودٍ: «عَلَّمَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ، وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ» وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ: «دَخَلْتُ المَسْجِدَ، فَإِذَا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ إِلَيَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّأَنِي»
6263 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: قُلْتُ لِأَنَسٍ: أَكَانَتِ المُصَافَحَةُ فِي أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ»
হাদীস নং: ৫৮৩০
আন্তর্জাতিক নং: ৬২৬৪
- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
৩৩১৭. মুসাফাহা করা।
৫৮৩০। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে হিশাম (রাযিঃ) থেকে বর্ণিত যে, আমরা নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। তখন তিনি উমর ইবনে খাত্তাব (রাযিঃ) এর হাত ধরা অবস্থায় ছিলেন।
كتاب الاستئذان
باب الْمُصَافَحَةِ
6264 - حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَقِيلٍ زُهْرَةُ بْنُ مَعْبَدٍ، سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ: «كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ»
tahqiq

তাহকীক: