আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৮৫১
আন্তর্জাতিক নং: ৬২৮৮
- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
৩৩৩৫. তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দু’জনে কানে কানে কথা বলবে না।
এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণীঃ হে মু'মিনগণ! যখন গোপন পরামর্শ কর, সে পরামর্শ যেন পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতা সংক্রান্ত না হয়........ মু'মিনগণ আল্লাহর উপরই নির্ভর করবে” (৫৮ঃ ৯-১০)।
এবং আল্লাহর বাণীঃ হে মু'মিনগণ! তোমরা রাসূলের সঙ্গে চুপিচুপি কথা বলতে চাইলে তাঁর পূর্বে সাদ্কা প্রদান করবে ....... তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত (৫৮ঃ ১২-১৩)।
এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণীঃ হে মু'মিনগণ! যখন গোপন পরামর্শ কর, সে পরামর্শ যেন পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতা সংক্রান্ত না হয়........ মু'মিনগণ আল্লাহর উপরই নির্ভর করবে” (৫৮ঃ ৯-১০)।
এবং আল্লাহর বাণীঃ হে মু'মিনগণ! তোমরা রাসূলের সঙ্গে চুপিচুপি কথা বলতে চাইলে তাঁর পূর্বে সাদ্কা প্রদান করবে ....... তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত (৫৮ঃ ১২-১৩)।
৫৮৫১। আব্দুল্লাহ ইবনে ইউসুফ ও ইসমাঈল (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কোথাও তিনজন লোক থাকে, তবে তৃতীয়জনকে বাদ দিয়ে দু’জনে মিলে চুপি চুপি কথা বলবে না।
كتاب الاستئذان
بَابُ لاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ وَقَوْلُهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَنَاجَيْتُمْ فَلاَ تَتَنَاجَوْا بِالإِثْمِ وَالعُدْوَانِ، وَمَعْصِيَةِ الرَّسُولِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوَى} - إِلَى قَوْلِهِ - {وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ المُؤْمِنُونَ} [المجادلة ] وَقَوْلُهُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً، ذَلِكَ خَيْرٌ لَكُمْ وَأَطْهَرُ، فَإِنْ لَمْ تَجِدُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ} [المجادلة: 12]- إِلَى قَوْلِهِ - {وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ} [المجادلة: ]
6288 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، ح وحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي [ص:65] مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانُوا ثَلاَثَةٌ، فَلاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ»
তাহকীক: