আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৬- দুআ - যিকরের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৫৮৮৭
আন্তর্জাতিক নং: ৬৩২৬
- দুআ - যিকরের অধ্যায়
৩৩৬০. নামাযের মধ্যে দুআ পড়া।
৫৮৮৭। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু বকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত, একবার তিনি নবী (ﷺ) এর নিকট বললেনঃ আপনি আমাকে এমন একটি দুআ শিখিয়ে দিন, যা দিয়ে আমি নামাযে দুআ করব। তিনি বললেনঃ তুমি নামাযে পড়বেঃ ইয়া আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক বেশী যুলুম করে ফেলেছি। আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার আর কেউ নেই। অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দিন। আর আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও অতি দয়ালু।
كتاب الدعوات
باب الدُّعَاءِ فِي الصَّلاَةِ
6326 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ، عَنْ أَبِي الخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي، قَالَ: " قُلْ: اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ " وَقَالَ عَمْرُو بْنُ الحَارِثِ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الخَيْرِ، إِنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
হাদীস নং: ৫৮৮৮
আন্তর্জাতিক নং: ৬৩২৭
- দুআ - যিকরের অধ্যায়
৩৩৬০. নামাযের মধ্যে দুআ পড়া।
৫৮৮৮। আলী (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, (আল্লাহর বাণীঃ) “নামাযে স্বর উচ্চ করবে না এবং অতিশয় ক্ষীণও করবে না ......।” এ আয়াতটি দুআ সম্পর্কেই নাযিল করা হয়েছে।
كتاب الدعوات
باب الدُّعَاءِ فِي الصَّلاَةِ
6327 - حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا مَالِكُ بْنُ سُعَيْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} [الإسراء: 110] «أُنْزِلَتْ فِي الدُّعَاءِ»
তাহকীক:
হাদীস নং: ৫৮৮৯
আন্তর্জাতিক নং: ৬৩২৮
- দুআ - যিকরের অধ্যায়
৩৩৬০. নামাযের মধ্যে দুআ পড়া।
৫৮৮৯। উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, আমরা নামাযে বলতামঃ ″আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা ফুলানিন″ তখন একদিন নবী (ﷺ) আমাদের বললেনঃ আল্লাহ তাআলা তো নিজেই সালাম। সুতরাং তোমাদের কেউ যখন নামাযে বসবে, তখন সে যেন التَّحِيَّاتُ لِلَّهِ - الصَّالِحِين পর্যন্ত পড়ে। সে যখন এতটুকু পড়বে, তখন আসমান যমীনে আল্লাহর সব নেক বান্দাদের নিকট তা পৌছে যাবে। তারপর সে বলবেঃ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ তারপর হামদ-সানা যা ইচ্ছা হয় পড়তে পারবে।
كتاب الدعوات
باب الدُّعَاءِ فِي الصَّلاَةِ
6328 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا نَقُولُ فِي الصَّلاَةِ: السَّلاَمُ عَلَى اللَّهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ، فَقَالَ لَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ: " إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، فَإِذَا قَعَدَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَقُلْ: التَّحِيَّاتُ لِلَّهِ - إِلَى قَوْلِهِ - الصَّالِحِينَ، فَإِذَا قَالَهَا أَصَابَ كُلَّ عَبْدٍ لِلَّهِ فِي السَّمَاءِ وَالأَرْضِ صَالِحٍ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الثَّنَاءِ مَا شَاءَ "
তাহকীক: