আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৬- দুআ - যিকরের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৫৯৫০
আন্তর্জাতিক নং: ৬৩৯২
- দুআ - যিকরের অধ্যায়
৩৪০১. মুশরিকদের উপর বদদুআ করা।
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, নবী (ﷺ) বলেছেনঃ ইয়া আল্লাহ! আপনি আমাকে তাদের মুকাবিলায় সাহায্য করুন। যেমন দুর্ভিক্ষগ্রস্ত সাত বছর দিয়ে ইউসুফ (আলাইহিস সালাম) কে সাহায্য করেছেন। ইয়া আল্লাহ! আপনি আবু জাহলকে শাস্তি দিন।
ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী (ﷺ) নামাযে বদদুআ করলেনঃ ইয়া আল্লাহ! অমুককে লা’নত করুন ও অমুককে লা’নত করুন। তখন ওহী নাযিল হলঃ তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদের শাস্তি দিবেন, এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই (৩ঃ ১২৮)।
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, নবী (ﷺ) বলেছেনঃ ইয়া আল্লাহ! আপনি আমাকে তাদের মুকাবিলায় সাহায্য করুন। যেমন দুর্ভিক্ষগ্রস্ত সাত বছর দিয়ে ইউসুফ (আলাইহিস সালাম) কে সাহায্য করেছেন। ইয়া আল্লাহ! আপনি আবু জাহলকে শাস্তি দিন।
ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী (ﷺ) নামাযে বদদুআ করলেনঃ ইয়া আল্লাহ! অমুককে লা’নত করুন ও অমুককে লা’নত করুন। তখন ওহী নাযিল হলঃ তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদের শাস্তি দিবেন, এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই (৩ঃ ১২৮)।
৫৯৫০। ইবনে সালাম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (খন্দকের যুদ্ধে) শত্রুবাহিনীর উপর বদদুআ করেছেনঃ ইয়া আল্লাহ! হে কিতাব অবতীর্ণকারী! হে তড়িৎ হিসাব গ্রহণকারী! আপনি শত্রু বাহিনীকে পরাজিত করুন। তাদের পরাস্ত করুন এবং তাদের প্রকম্পিত করুন।
كتاب الدعوات
بَابُ الدُّعَاءِ عَلَى المُشْرِكِينَ وَقَالَ ابْنُ مَسْعُودٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ» وَقَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ» وَقَالَ ابْنُ عُمَرَ: دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ: «اللَّهُمَّ العَنْ فُلاَنًا وَفُلاَنًا» حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128]
6392 - حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ [ص:84] أَبِي خَالِدٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الأَحْزَابِ، فَقَالَ: «اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، سَرِيعَ الحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ»
তাহকীক:
হাদীস নং: ৫৯৫১
আন্তর্জাতিক নং: ৬৩৯৩
- দুআ - যিকরের অধ্যায়
৩৪০১. মুশরিকদের উপর বদদুআ করা।
৫৯৫১। মুআয ইবনে ফাযালা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এশার নামাযের শেষ রাকআতে যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলতেন, তখন কুনূতে (নাযিলা) পড়তেনঃ ইয়া আল্লাহ! আইয়্যাশ ইবনে আবু রাবীয়াকে নাজাত দিন। ইয়া আল্লাহ! ওয়ালীদ ইবনে ওয়ালীদকে মুক্তি দিন। ইয়া আল্লাহ! সালামা ইবনে হিশামকে মুক্তি দিন। ইয়া আল্লাহ! আপনি দুর্বল মুমিনদের নাজাত দিন। ইয়া আল্লাহ! আপনি মুযার গোত্রকে কঠোর শাস্তি দিন। ইয়া আল্লাহ! আপনি তাদের উপর ইউসুফ (আলাইহিস সালাম) এর সময়ের দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ দিন।
كتاب الدعوات
باب الدُّعَاءِ عَلَى الْمُشْرِكِينَ
6393 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ العِشَاءِ قَنَتَ: «اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ»
তাহকীক:
হাদীস নং: ৫৯৫২
আন্তর্জাতিক নং: ৬৩৯৪
- দুআ - যিকরের অধ্যায়
৩৪০১. মুশরিকদের উপর বদদুআ করা।
৫৯৫২। হাসান ইবনে রবী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) একটা সারিয়্যা (ক্ষুদ্র বাহিনী) পাঠালেন। তাদের কুররা বলা হতো। তাদের হত্যা করা হলো। আমি নবী (ﷺ) কে এদের ব্যাপারে যেরূপ রাগান্বিত দেখেছি, অন্য কোনো কারণে তদ্রূপ রাগান্বিত হতে দেখিনি। এজন্য তিনি ফজরের নামাযে মাসব্যাপী কুনূত পড়লেন। তিনি বলতেনঃ উসায়্যা গোত্র আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করেছে।
كتاب الدعوات
باب الدُّعَاءِ عَلَى الْمُشْرِكِينَ
6394 - حَدَّثَنَا الحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً يُقَالُ لَهُمْ القُرَّاءُ فَأُصِيبُوا، فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ عَلَى شَيْءٍ مَا وَجَدَ عَلَيْهِمْ، فَقَنَتَ شَهْرًا فِي صَلاَةِ الفَجْرِ، وَيَقُولُ: «إِنَّ عُصَيَّةَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ»
তাহকীক:
হাদীস নং: ৫৯৫৩
আন্তর্জাতিক নং: ৬৩৯৫
- দুআ - যিকরের অধ্যায়
৩৪০১. মুশরিকদের উপর বদদুআ করা।
৫৯৫৩। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াহুদী সম্প্রদায়ের লোকেরা নবী (ﷺ) কে সালাম করার সময় বলত, ″আসসামু আলাইকা″ (তোমার মৃত্যু হোক)। আয়েশা (রাযিঃ) তাদের এ বাক্যের কুমতলব বুঝতে পেরে বললেনঃ ″আলাইকুমুস সামু ওয়াল লা'নাতু″ (তোমাদের মৃত্যু হোক এবং তোমাদের প্রতি লা’নত)। তখন নবী (ﷺ) বললেনঃ আয়েশা, থামো! আল্লাহ তাআলা সমুদয় বিষয়েই নম্রতা পছন্দ করেন। আয়েশা (রাযিঃ) বললেনঃ তারা কি বলেছে আপনি কি তা শুনেননি? তিনি বললেন, আমি তাদের প্রতিউত্তরে যে ‘ওয়া আলাইকুম’ বলেছি, তা তুমি শুননি? আমি বলেছিঃ তোমাদের উপরও (তাই হোক)।
كتاب الدعوات
باب الدُّعَاءِ عَلَى الْمُشْرِكِينَ
6395 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ اليَهُودُ يُسَلِّمُونَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ: السَّامُ عَلَيْكَ، فَفَطِنَتْ عَائِشَةُ إِلَى قَوْلِهِمْ، فَقَالَتْ: عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْلًا يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ» فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، أَوَلَمْ تَسْمَعْ مَا يَقُولُونَ؟ قَالَ: " أَوَلَمْ تَسْمَعِي أَنِّي أَرُدُّ ذَلِكِ عَلَيْهِمْ، فَأَقُولُ: وَعَلَيْكُمْ "
হাদীস নং: ৫৯৫৪
আন্তর্জাতিক নং: ৬৩৯৬
- দুআ - যিকরের অধ্যায়
৩৪০১. মুশরিকদের উপর বদদুআ করা।
৫৯৫৪। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) বলেন, খন্দকের যুদ্ধের দিন আমরা নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। তিনি বললেন, হে আল্লাহ! তাদের গৃহ এবং কবরকে আগুনে ভর্তি করে দিন। কেননা, তারা আমাদের সালাতুল উস্তা থেকে বিরত রেখেছে, এমনকি সূর্য অস্তমিত হয়ে গেল। আর ‘সালাতুল উস্তা’ হল আসর নামায।
كتاب الدعوات
باب الدُّعَاءِ عَلَى الْمُشْرِكِينَ
6396 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَنَا عَبِيدَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الخَنْدَقِ، فَقَالَ: «مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ نَارًا، كَمَا شَغَلُونَا عَنْ صَلاَةِ الوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ» وَهِيَ صَلاَةُ العَصْرِ
তাহকীক: