আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬- তায়াম্মুমের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৩২
আন্তর্জাতিক নং: ৩৩৯
- তায়াম্মুমের অধ্যায়
২৩৭। মুখমণ্ডলে ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা
৩৩২। হাজ্জাজ (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে আবযা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আম্মার (রাযিঃ)-ও এ কথা (যা পূর্বের হাদীসে বর্ণনা করা হয়েছে তা) বর্ণনা করেছেন। শু’বা (রাহঃ) নিজের হস্তদ্বয় মাটিতে মেরে মুখের কাছে নিলেন (ফুঁ দিলেন)। তারপর নিজের চেহারা ও হস্তদ্বয় মাসাহ করলেন।
নযর (রাহঃ) শু’বা (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেন।
كتاب التيمم
باب التَّيَمُّمُ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ
339 - حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي الحَكَمُ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ عَمَّارٌ: «بِهَذَا وَضَرَبَ - شُعْبَةُ - بِيَدَيْهِ الأَرْضَ، ثُمَّ أَدْنَاهُمَا مِنْ فِيهِ، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ» وَقَالَ النَّضْرُ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، قَالَ: سَمِعْتُ ذَرًّا، يَقُولُ: عَنْ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ الحَكَمُ: وَقَدْ سَمِعْتُهُ مِنْ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عَمَّارٌ
হাদীস নং: ৩৩৩
আন্তর্জাতিক নং: ৩৪০
- তায়াম্মুমের অধ্যায়
২৩৭। মুখমণ্ডলে ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা
৩৩৩। সুলাইমান ইবনে হারব (রাহঃ) .... সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে আবযা (রাহঃ) তাঁর পিতা থকে বর্ণনা করেন যে, তিনি (আব্দুর রহমান) উমর (রাযিঃ) এর কাছে উপস্থিত ছিলেন, আর আম্মার (রাযিঃ) তাঁকে বলেছিলেনঃ আমরা এক অভিযানে গিয়েছিলাম, আমরা উভয়ই জুনুবী হয়ে পড়লাম।

উক্ত রেওয়ায়েতে হাত দু’টোতে ‘نَفَخَ فِيهِمَا’ এর স্থলে ‘تَفَلَ فِيهِمَا’ বলেছেন। উভয়েই সমার্থক।
كتاب التيمم
باب التَّيَمُّمُ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ
340 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ شَهِدَ عُمَرَ وَقَالَ لَهُ عَمَّارٌ: «كُنَّا فِي سَرِيَّةٍ، فَأَجْنَبْنَا» ، وَقَالَ: «تَفَلَ فِيهِمَا»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৩৪
আন্তর্জাতিক নং: ৩৪১
- তায়াম্মুমের অধ্যায়
২৩৭। মুখমণ্ডলে ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা
৩৩৪। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... আব্দুর রহমান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আম্মার (রাযিঃ) উমর (রাযিঃ) কে বলেছিলেনঃ (আমি তায়াম্মুমের উদ্দেশ্যে) মাটিতে গড়াগড়ি দিলাম। পরে নবী (ﷺ) এর কাছে গেলাম। তখন তিনি বলেছিলেনঃ চেহারা ও হাত দু’টো মাসাহ করাই তোমার জন্য যথেষ্ট।
كتاب التيمم
باب التَّيَمُّمُ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ
341 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ: قَالَ عَمَّارٌ لِعُمَرَ: تَمَعَّكْتُ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَكْفِيكَ الوَجْهَ وَالكَفَّيْنِ»
হাদীস নং: ৩৩৫
আন্তর্জাতিক নং: ৩৪২
- তায়াম্মুমের অধ্যায়
২৩৭। মুখমণ্ডলে ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা
৩৩৫। মুসলিম (ইবনে ইবরাহীম) (রাহঃ) ......... আব্দুর রহমান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর (রাযিঃ)-এর কাছে উপস্থিত ছিলাম, আম্মার (রাযিঃ) তাঁকে বললেন, এর পর রাবী পূর্বের হাদীসটি বর্ণনা করেন।
كتاب التيمم
باب التَّيَمُّمُ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ
342 - حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنْ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ: شَهِدْتُ عُمَرَ، فَقَالَ لَهُ عَمَّارٌ، وَسَاقَ الحَدِيثَ
হাদীস নং: ৩৩৬
আন্তর্জাতিক নং: ৩৪৩
- তায়াম্মুমের অধ্যায়
২৩৭। মুখমণ্ডলে ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা
৩৩৬। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... ইবনে আব্দুর রহমান ইবনে আবযা তাঁর পিতা (আব্দুর রহমান) থেকে বর্ণনা করেন যে, আম্মার (রাযিঃ) বলেছেনঃ রাসূল (ﷺ) মাটিতে হাত মারলেন এবং তাঁর চেহারা ও হস্তদ্বয় মাসাহ করলেন।
كتاب التيمم
باب التَّيَمُّمُ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ
343 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عَمَّارٌ: «فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ الأَرْضَ، فَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ»