আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬১৫৫
আন্তর্জাতিক নং: ৬৬০৮
- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়
৩৪৬৯. বান্দার মান্নতকে তাকদীরের হাওয়ালা করে দেওয়া।
৬১৫৫। আবু নুআইম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) মান্নত করতে নিষেধ করেছেন। এই মর্মে তিনি বলেন, মান্নত কোন জিনিসকে দূর করতে পারে না, এ দ্বারা শুধুমাত্র কৃপণের মাল খরচ হয়।
كتاب القدر
باب إِلْقَاءِ النَّذْرِ الْعَبْدَ إِلَى الْقَدَرِ
6608 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:125] عَنِ النَّذْرِ، وَقَالَ: «إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ البَخِيلِ»