আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৯- শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬২৩৩
আন্তর্জাতিক নং: ৬৬৯০
- শপথ ও মান্নতের অধ্যায়
২৭৭২. যখন কোন ব্যক্তি তার মাল মান্নত ও তওবার লক্ষ্যে দান করে।
৬২৩৩। আহমদ ইবনে সালিহ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে কা’ব ইবনে মালিক (রাহঃ) থেকে বর্ণিত, কা'ব (রাযিঃ) যখন অন্ধ হয়ে গিয়েছিলেন, তখন তার পুত্রদের মধ্যে তিনিই তাঁকে ধরে নিয়ে চলতেন। আব্দুল্লাহ ইবনে কা'ব বলেনঃ আমি আল্লাহর বাণীঃ "যে তিনজন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত হয়েছে" সংক্রান্ত ঘটনা বর্ণনা করতে কা’ব ইবনে মালিককে শুনেছি, তিনি তার বর্ণনার শেষাংশে বলেনঃ আমার তওবা এটাই যে, আমার সমস্ত মাল আল্লাহ ও তাঁর রাসূলের কাছে দান করে দিয়ে আমি মুক্ত হব। তখন নবী (ﷺ) বললেনঃ কিছু মাল তোমার নিজের জন্য রাখ, এটি তোমার জন্য কল্যাণকর হবে।
كتاب الأيمان والنذور
باب إِذَا أَهْدَى مَالَهُ عَلَى وَجْهِ النَّذْرِ وَالتَّوْبَةِ
6690 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، وَكَانَ قَائِدَ [ص:141] كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ، قَالَ: سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، فِي حَدِيثِهِ: {وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ خُلِّفُوا} [التوبة: 118] فَقَالَ فِي آخِرِ حَدِيثِهِ: إِنَّ مِنْ تَوْبَتِي أَنِّي أَنْخَلِعُ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ، فَهُوَ خَيْرٌ لَكَ»


