আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৭০- উত্তরাধিকার সংক্রান্ত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৩০৩
আন্তর্জাতিক নং: ৬৭৫৯
- উত্তরাধিকার সংক্রান্ত
২৮১২. নারীগণ ওয়ালার উত্তরাধিকারী হতে পারে।
৬৩০৩। হাফস ইবনে উমর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা (রাযিঃ) বারীরা বাদীকে ক্রয় করার ইচ্ছা করলেন। তিনি নবী (ﷺ) এর কাছে বললেন যে, তারা (মালিকরা) ওয়ালার শর্ত করছে। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি তাকে ক্রয় করে নাও। কেননা, ওয়ালা তো হচ্ছে ঐ ব্যক্তির, যে আযাদ করে।
كتاب الفرائض
باب مَا يَرِثُ النِّسَاءُ مِنَ الْوَلاَءِ
6759 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرَادَتْ عَائِشَةُ، أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ، فَقَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهُمْ يَشْتَرِطُونَ الوَلاَءَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»
হাদীস নং: ৬৩০৪
আন্তর্জাতিক নং: ৬৭৬০
- উত্তরাধিকার সংক্রান্ত
২৮১২. নারীগণ ওয়ালার উত্তরাধিকারী হতে পারে।
৬৩০৪। ইবনে সালাম (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ওয়ালা হল ঐ ব্যক্তির জন্য, যে রৌপ্য (মূল্য) প্রদান করে। আর সে নিআমতের অধিকারী হয়।
كتاب الفرائض
باب مَا يَرِثُ النِّسَاءُ مِنَ الْوَلاَءِ
6760 - حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلاَءُ لِمَنْ أَعْطَى الوَرِقَ، وَوَلِيَ النِّعْمَةَ»