আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৭১- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৬৩১৮
আন্তর্জাতিক নং: ৬৭৭৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
২৮২৪. বেত্রাঘাত এবং জুতা মারার বর্ণনা।
৬৩১৮। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... উকবা ইবনে হারিস (রাযিঃ) থেকে বর্ণিত। একদা নুআয়মান অথবা (রাবীর সন্দেহ) নুআয়মানের পুত্রকে নবী (ﷺ) এর কাছে আনা হল নেশাগ্রস্ত অবস্থায়। এটা তার কাছে অস্বস্তিকর মনে হল। তখন ঘরের ভিতরে যারা ছিল তিনি তাদেরকে হুকুম করলেন একে প্রহার করার জন্য। সুতরাং তারা একে বেত্রাঘাত করল এবং জুতা মারল। 
রাবী বলেন, যারা তাকে প্রহার করেছিল, আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম।
রাবী বলেন, যারা তাকে প্রহার করেছিল, আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম।
كتاب الحدود
باب الضَّرْبِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ
6775 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِنُعَيْمَانَ، أَوْ بِابْنِ نُعَيْمَانَ، وَهُوَ سَكْرَانُ، فَشَقَّ عَلَيْهِ، وَأَمَرَ مَنْ فِي البَيْتِ أَنْ يَضْرِبُوهُ، فَضَرَبُوهُ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَكُنْتُ فِيمَنْ ضَرَبَهُ»
হাদীস নং: ৬৩১৯
আন্তর্জাতিক নং: ৬৭৭৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
২৮২৪. বেত্রাঘাত এবং জুতা মারার বর্ণনা।
৬৩১৯। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) শরাব পান করার শাস্তি স্বরূপ বেত্রাঘাত করেছেন এবং জুতা মেরেছেন। আর আবু বকর (রাযিঃ) চল্লিশটি বেত্রাঘাত করেছেন।
كتاب الحدود
باب الضَّرْبِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ
6776 - حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ: «جَلَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ»

তাহকীক:
হাদীস নং: ৬৩২০
আন্তর্জাতিক নং: ৬৭৭৭
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
২৮২৪. বেত্রাঘাত এবং জুতা মারার বর্ণনা।
৬৩২০। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এর কাছে এক ব্যক্তিকে আনা হল, সে শরাব পান করেছিল। তিনি বললেন, একে তোমরা প্রহার কর। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, তখন আমাদের মধ্যে কেউ হল তাকে হাত দিয়ে প্রহারকারী, কেউ হয় জুতা দিয়ে প্রহারকারী, আর কেউ হল কাপড় দিয়ে প্রহারকারী। যখন সে প্রত্যাবর্তন করল। কেউ তার সম্বন্ধে মন্তব্য করল যে, আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করেছেন। নবী (ﷺ) বললেনঃ এরূপ বলো না, শয়তানকে এর বিরুদ্ধে সাহায্য করো না।
كتاب الحدود
باب الضَّرْبِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ
6777 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ أَنَسٌ، عَنْ يَزِيدَ بْنِ الهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَدْ شَرِبَ، قَالَ: «اضْرِبُوهُ» قَالَ أَبُو هُرَيْرَةَ: فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ، وَالضَّارِبُ بِنَعْلِهِ، وَالضَّارِبُ بِثَوْبِهِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ بَعْضُ القَوْمِ: أَخْزَاكَ اللَّهُ، قَالَ: «لاَ تَقُولُوا هَكَذَا، لاَ تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَانَ»
হাদীস নং: ৬৩২১
আন্তর্জাতিক নং: ৬৭৭৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
২৮২৪. বেত্রাঘাত এবং জুতা মারার বর্ণনা।
৬৩২১। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহহাব (রাহঃ) ......... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যদি কোন অপরাধীকে শাস্তি প্রদান করি আর সে তাতে মরে যায়, তবে মনে কোন দুঃখ আসে না। কিন্তু শরাবপানকারী ব্যতীত; সে যদি মারা যায়, তবে তার জন্য আমি দিয়াত দিয়ে থাকি। কেননা রাসূলুল্লাহ (ﷺ) শাস্তির ব্যাপারে কোন সীমা নির্ধারণ করেন নি।
كتاب الحدود
باب الضَّرْبِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ
6778 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، سَمِعْتُ عُمَيْرَ بْنَ سَعِيدٍ النَّخَعِيَّ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «مَا كُنْتُ لِأُقِيمَ حَدًّا عَلَى أَحَدٍ فَيَمُوتَ، فَأَجِدَ فِي نَفْسِي، إِلَّا صَاحِبَ الخَمْرِ، فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَسُنَّهُ»

তাহকীক:
হাদীস নং: ৬৩২২
আন্তর্জাতিক নং: ৬৭৭৯
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
২৮২৪. বেত্রাঘাত এবং জুতা মারার বর্ণনা।
৬৩২২। মক্কী ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সাঈব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যমানায় ও আবু বকর (রাযিঃ) এর খিলাফতকালে এবং উমর (রাযিঃ) এর খিলাফতের প্রথমদিকে আমাদের কাছে যখন কোন মদ্যপায়ীকে আনা হত, তখন আমরা তাকে হাত দিয়ে, জুতা দিয়ে এবং আমাদের চাদর দিয়ে প্রহার করতাম। এমনিভাবে যখন উমর (রাযিঃ) এর খিলাফতের শেষ সময় হল তখন তিনি মদ্যপায়ীকে চল্লিশটি করে বেত্রাঘাত করেছেন। আর এ সব মদ্যপ যখন সীমালংঘন করেছে এবং অনাচার করা শুরু করে দিয়েছে, তখন আশিটি করে বেত্রাঘাত করেছেন।
كتاب الحدود
باب الضَّرْبِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ
6779 - حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الجُعَيْدِ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ: كُنَّا نُؤْتَى بِالشَّارِبِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِمْرَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلاَفَةِ عُمَرَ، فَنَقُومُ إِلَيْهِ بِأَيْدِينَا وَنِعَالِنَا وَأَرْدِيَتِنَا، حَتَّى كَانَ آخِرُ إِمْرَةِ عُمَرَ، فَجَلَدَ أَرْبَعِينَ، حَتَّى إِذَا عَتَوْا وَفَسَقُوا جَلَدَ ثَمَانِينَ "

তাহকীক:

বর্ণনাকারী:
