আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৭২- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৬৩৫০
আন্তর্জাতিক নং: ৬৮০৬
- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ
২৮৩৮. অশ্লীলতা বর্জনকারীর ফযীলত।
৬৩৫০। মুহাম্মাদ ইবনে সালাম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ সাত প্রকারের লোক, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার (আরশের) ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তাঁর ছায়া ভিন্ন অন্যকোন ছায়া হবে না।
১. ন্যায়পরায়ণ বাদশাহ।
২. আল্লাহর ইবাদতে নিয়োজিত যুবক। ৩. এমন ব্যক্তি, যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চক্ষুযুগল অশ্রুসিক্ত হয়।
৪. এমন ব্যক্তি, যার অন্তর মসজিদে আটকে থাকে।
৫. এমন দু’ব্যক্তি, যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরে ভালোবাসা স্থাপন করে।
৬. এমন ব্যক্তি, যাকে কোন সুন্দরী রূপসী রমণী নিজের দিকে আহবান করে; আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি।
৭. এমন ব্যক্তি, যে সাদ্কা করল আর এমন গোপনে করল যে, তার বাম হাত জানেনা যে, তার ডান হাত কী করছে।
১. ন্যায়পরায়ণ বাদশাহ।
২. আল্লাহর ইবাদতে নিয়োজিত যুবক। ৩. এমন ব্যক্তি, যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চক্ষুযুগল অশ্রুসিক্ত হয়।
৪. এমন ব্যক্তি, যার অন্তর মসজিদে আটকে থাকে।
৫. এমন দু’ব্যক্তি, যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরে ভালোবাসা স্থাপন করে।
৬. এমন ব্যক্তি, যাকে কোন সুন্দরী রূপসী রমণী নিজের দিকে আহবান করে; আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি।
৭. এমন ব্যক্তি, যে সাদ্কা করল আর এমন গোপনে করল যে, তার বাম হাত জানেনা যে, তার ডান হাত কী করছে।
كتاب المحاربين من اهل الكفر والردة
باب فَضْلِ مَنْ تَرَكَ الْفَوَاحِشَ
6806 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَّامٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: إِمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلاَءٍ فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسْجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا، قَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ [ص:164] يَمِينُهُ "
হাদীস নং: ৬৩৫১
আন্তর্জাতিক নং: ৬৮০৭
- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ
২৮৩৮. অশ্লীলতা বর্জনকারীর ফযীলত।
৬৩৫১। মুহাম্মাদ ইবনে আবু বকর (রাহঃ) ও খলীফা ......... সাহল ইবনে সা’দ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যে কেউ আমার জন্য তার দু’পা ও দু’চোয়ালের মধ্যবর্তী স্থানের দায়িত্ব নেবে, আমি তার জন্য বেহেশতের দায়িত্ব নেব।
كتاب المحاربين من اهل الكفر والردة
باب فَضْلِ مَنْ تَرَكَ الْفَوَاحِشَ
6807 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، ح وحَدَّثَنِي خَلِيفَةُ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَكَّلَ لِي مَا بَيْنَ رِجْلَيْهِ وَمَا بَيْنَ لَحْيَيْهِ، تَوَكَّلْتُ لَهُ بِالْجَنَّةِ»
তাহকীক: