আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৭২- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৩৭১
আন্তর্জাতিক নং: ৬৮৩২
- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ
২৮৫১. অবিবাহিত যুবক-যুবতী উভয়কে বেত্রাঘাত করা হবে এবং নির্বাসিত করা হবে।
(মহান আল্লাহর বাণীঃ) "ব্যভিচারিণী ও ব্যভিচারী ওদের প্রত্যেককে একশ বেত্রাঘাত করবে ...…… বিশ্বাসীদের জন্য এদেরকে বিবাহ করা অবৈধ" পর্যন্ত (২৪ঃ ২-৩)।
ইবনে উয়াইনা (রাহঃ) বলেন, رافة - হদ প্রয়োগে সহানুভূতি প্রদর্শন করা।
৬৩৭১। মালিক ইবনে ইসমাঈল (রাহঃ) ......... যায়দ ইবনে খালিদ জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে নির্দেশ দিতে শুনেছি ঐ ব্যক্তি সম্বন্ধে একশ বেত্রাঘাত করার ও এক বছরের জন্য নির্বাসনের, যে অবিবাহিত অবস্থায় যিনা করেছে।
ইবনে শিহাব (রাহঃ) বলেন, আমাকে উরওয়া ইবনে যুবায়র (রাহঃ) বলেছেন যে, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) নির্বাসিত করতেন। তারপর সর্বদাই এ সুন্নত চালু রয়েছে।
كتاب المحاربين من اهل الكفر والردة
بَابُ البِكْرَانِ يُجْلَدَانِ وَيُنْفَيَانِ{الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلاَ تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ المُؤْمِنِينَ الزَّانِي لاَ يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لاَ يَنْكِحُهَا [ص:171] إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى المُؤْمِنِينَ} قَالَ ابْنُ عُيَيْنَةَ: «رَأْفَةٌ فِي إِقَامَةِ الحَدِّ»
6832 - قَالَ ابْنُ شِهَابٍ: وَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ: أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، «غَرَّبَ، ثُمَّ لَمْ تَزَلْ تِلْكَ السُّنَّةَ»
হাদীস নং: ৬৩৭২
আন্তর্জাতিক নং: ৬৮৩৩
- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ
২৮৫১. অবিবাহিত যুবক-যুবতী উভয়কে বেত্রাঘাত করা হবে এবং নির্বাসিত করা হবে।
৬৩৭২। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ঐ ব্যক্তি সম্বন্ধে যে যিনা করেছে অথচ সে অবিবাহিত শরীআতবিধিত শাস্তি প্রয়োগসহ এক বছরের জন্য নির্বাসনের ফায়সালা করেছেন।
كتاب المحاربين من اهل الكفر والردة
باب الْبِكْرَانِ يُجْلَدَانِ وَيُنْفَيَانِ
6833 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ بِنَفْيِ عَامٍ، بِإِقَامَةِ الحَدِّ عَلَيْهِ»