আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৭৩- রক্তপণ সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৪২৭
আন্তর্জাতিক নং: ৬৮৯৪
- রক্তপণ সংক্রান্ত অধ্যায়
২৮৮৪. দাঁতের বদলে দাঁত।
৬৪২৭। আনসারী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাযারের কন্যা একটি বালিকাকে থাপ্পড় মেরে তার দাঁত ভেঙ্গে ফেলল। তারা নবী (ﷺ) এর নিকট এল, তখন তিনি কিসাসের নির্দেশ দিলেন।
كتاب الديات
بَابُ السِّنَّ بِالسِّنِّ
6894 - حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ «أَنَّ ابْنَةَ النَّضْرِ لَطَمَتْ جَارِيَةً فَكَسَرَتْ ثَنِيَّتَهَا، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِالقِصَاصِ»