আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৭৫- বল-প্রয়োগে বাধ্য করা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৪৭৬
আন্তর্জাতিক নং: ৬৯৪৫
- বল-প্রয়োগে বাধ্য করা
২৯০৯. বলপ্রয়োগকৃত ব্যক্তির বিয়ে জায়েয হয় না।
আল্লাহ বলেন, তোমরা দাসীগণকে ব্যভিচারে বাধ্য করো না ........ আয়াতের শেষ পর্যন্ত (২৪ঃ ৩৩)।
৬৪৭৬। ইয়াহয়া ইবনে কাযাআ (রাহঃ) ......... খানসা বিনতে খিযাম আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাকে তার পিতা (অনুমতি ব্যতীত) বিয়ে দিলেন। আর সে ছিল বিধবা। কিন্তু এ বিয়ে তার পছন্দ হল না। তাই সে নবী (ﷺ) এর কাছে এসে জানাল, ফলে তিনি তার এ বিয়ে রদ (বাতিল) করে দিলেন।
كتاب الإكراه
بَابُ لاَ يَجُوزُ نِكَاحُ المُكْرَهِ{وَلاَ تُكْرِهُوا فَتَيَاتِكُمْ عَلَى البِغَاءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًا لِتَبْتَغُوا عَرَضَ الحَيَاةِ الدُّنْيَا وَمَنْ يُكْرِهْهُنَّ فَإِنَّ اللَّهَ مِنْ بَعْدِ إِكْرَاهِهِنَّ غَفُورٌ رَحِيمٌ} [النور: 33]
6945 - حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، وَمُجَمِّعٍ، ابْنَيْ يَزِيدَ [ص:21] بْنِ جَارِيَةَ الأَنْصَارِيِّ، عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ: أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ «فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهَا»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৪৭৭
আন্তর্জাতিক নং: ৬৯৪৬
- বল-প্রয়োগে বাধ্য করা
২৯০৯. বলপ্রয়োগকৃত ব্যক্তির বিয়ে জায়েয হয় না।
৬৪৭৭। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! মহিলাদের বিয়ে দিতে তাদের অনুমতি নিতে হবে কি? তিনি বললেনঃ হ্যাঁ। আমি বললাম, কুমারীর কাছে অনুমতি চাইলে তো লজ্জাবোধ করে; ফলে চুপ থাকে। তিনি বললেনঃ তার নীরবতাই তার অনুমতি।
كتاب الإكراه
باب لاَ يَجُوزُ نِكَاحُ الْمُكْرَهِ
6946 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَبِي عَمْرٍو هُوَ ذَكْوَانُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، يُسْتَأْمَرُ النِّسَاءُ فِي أَبْضَاعِهِنَّ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: فَإِنَّ البِكْرَ تُسْتَأْمَرُ فَتَسْتَحْيِي فَتَسْكُتُ؟ قَالَ: «سُكَاتُهَا إِذْنُهَا»