আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৭- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৮০
আন্তর্জাতিক নং: ৩৮৭
- নামাযের অধ্যায়
২৬৬। মোজা পরে নামায আদায় করা
৩৮০। আদম (রাহঃ) ..... হাম্মাম ইবনে হারিস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি জারীর ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-কে দেখলাম যে, তিনি পেশাব করলেন। তারপর উযু করলেন আর উভয় মোজার উপরে মাসাহ করলেন। তারপর তিনি দাঁড়িয়ে নামায আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ আমি নবী (ﷺ)-কেও এরূপ করতে দেখেছি।

ইবরাহীম (রাহঃ) বলেনঃ এই হাদীস মুহাদ্দিসীনের কাছে অত্যন্ত পছন্দনীয়। কারণ জারীর (রাযিঃ) ছিলেন নবী (ﷺ) এর শেষ যুগের ইসলাম গ্রহণকারীদের একজন।
كتاب الصلاة
باب الصَّلاَةِ فِي الْخِفَافِ
387 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ هَمَّامِ بْنِ الحَارِثِ، قَالَ: رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ «بَالَ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى» فَسُئِلَ، فَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا» قَالَ إِبْرَاهِيمُ: «فَكَانَ يُعْجِبُهُمْ لِأَنَّ جَرِيرًا كَانَ مِنْ آخِرِ مَنْ أَسْلَمَ»
হাদীস নং: ৩৮১
আন্তর্জাতিক নং: ৩৮৮
- নামাযের অধ্যায়
২৬৬। মোজা পরে নামায আদায় করা
৩৮১। ইসহাক ইবনে নসর (রাহঃ) .... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে উযু করিয়েছি। তিনি (উযুর সময়) মোজা দু’টির উপর মাসাহ করলেন ও নামায আদায় করলেন।
كتاب الصلاة
باب الصَّلاَةِ فِي الْخِفَافِ
388 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: «وَضَّأْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَصَلَّى»