আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৮- নামাযের ওয়াক্তের বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৫২
আন্তর্জাতিক নং: ৫৭৯
- নামাযের ওয়াক্তের বিবরণ
৩৭৯। যে ব্যক্তি ফজরের এক রাকআত পেল।
৫৫২। আব্দুল্লাহ্ ইবনে মাসলামা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সূর্য উঠার আগে ফজরের নামাযের এক রাকআত পায়, সে ফজরের নামায পেল।* আর যে ব্যক্তি সূর্য ডুবার আগে আসরের নামাযের এক রাকআত পেল সে আসরের নামায পেল।**

*অর্থাৎ, তার উপর তা ওয়াজিব হয়ে যাবে এবং পরবর্তী সময়ে তা কাযা করে নিতে হবে।
**এ অবস্থায় তাকে তখনই আসর পড়ে নিতে হবে এবং পরে আর কাযার প্রয়োজন নেই।
كتاب مواقيت الصلاة
باب مَنْ أَدْرَكَ مِنَ الْفَجْرِ رَكْعَةً
579 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَنِ الأَعْرَجِ يُحَدِّثُونَهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ العَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ العَصْرَ»