মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১. ঈমান-আকাঈদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১
 ঈমান-আকাঈদ অধ্যায়
সমস্ত আমলে বিশুদ্ধতা নিয়্যতের উপর নির্ভর করে
১। হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেনঃ সমস্ত আমলের বিশুদ্ধতা নিয়্যতের উপর নির্ভর করে। প্রত্যেক ব্যক্তি তার নিয়্যত অনুযায়ী ফলাফল লাভ করবে। সুতরাং, যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁর রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূলের সন্তুষ্টির জন্যই হবে (সে সওয়াব ও নেকীর অধিকারী হবে)। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার পার্থিব বস্তু লাভ অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করবে, হিজরতের মাধ্যমে সে তাই পাবে যা সে নিয়্যত করেছে।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
باب الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
أبو حنيفة عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ: عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَ لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ "


