মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১. ঈমান-আকাঈদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮
ঈমান-আকাঈদ অধ্যায়
কবীরা গুনাহকারীকে কাফির বলা যাবে না
৮। হযরত আবু যুবায়ের (রাহঃ) বলেন, আমি হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, আপনারা কি গুনাহ্ কবীরাকে শিরক বলে গণ্য করেন না? তিনি বললেন, না। হযরত আবু সাঈদ (রাযিঃ) বলেন, আমি হযরত (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম, এ উম্মতের মধ্যে এমন কোন গুনাহ্ আছে কি যা কুফরী পর্যন্ত পৌঁছে থাকে? হুযূর (ﷺ) বললেনঃ একমাত্র আল্লাহর সাথে কাউকে শরীক বা অংশীদার করা ব্যতীত অন্য কোন গুনাহ্ (এরূপ) নেই।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ: قُلْتُ لِجَابِرٍ: مَا كُنْتُمْ تَعُدُّونَ الذُّنُوبَ شِرْكًا؟ قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ فِي هَذِهِ الْأُمَّةِ ذَنْبٌ يَبْلُغُ الْكُفْرَ، قَالَ: «لَا، إِلَّا الشِّرْكَ بالله تعالى »
হাদীস নং: ৯
ঈমান-আকাঈদ অধ্যায়
কবীরা গুনাহকারীকে কাফির বলা যাবে না
৯। হযরত তাউস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু আব্দুর রহমান। অনুগ্রহ করে বলুন, যারা আমাদের তালা ভাঙ্গে, আমাদের ঘরে সিঁদ কাটে এবং আমাদের মাল ও আসবাবপত্র লুণ্ঠন করে, তারা কি কাফির হয়ে গিয়েছে? তিনি বললেন, না। অতঃপর আমি পুনরায় বললাম, যারা বাহানা বা অপপ্রচার করে আমাদের রক্ত প্রবাহিত করে, তারা কি কাফির হবে? তিনি বললেন, না, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে, ততক্ষণ পর্যন্ত কাফির বলে গণ্য হবে না। হযরত তাউস (রাহঃ) বলেন, আমি হযরত ইবনে উমর (রাযিঃ)-কে তাঁর অঙ্গুলী নাড়তে দেখলাম এবং তাঁকে বলতে শুনলাম, এটাই হুযূর (ﷺ)-এর সুন্নত। বর্ণনাকারীদের একটি দল হুযূর (ﷺ) থেকে এ হাদীসটি মারফূ হিসেবে বর্ণনা করেছেন।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ، عَنْ طَاوُسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ، فَسَأَلَهُ فَقَالَ: " يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَرَأَيْتَ الَّذِينَ يَكْسِرُونَ أَعْلَاقَنَا، وَيَنْقُبُونَ بُيُوتَنَا، وَيُغِيرُونَ عَلَى أَمْتِعَتِنَا، أَكَفَرُوا؟ قَالَ: لَا، قَالَ: أَرَأَيْتَ الَّذِينَ يَتَأَوَّلُونَ عَلَيْنَا وَيَسْفِكُونَ دِمَاءَنَا، أَكَفَرُوا؟ قَالَ: لَا، حَتَّى يَجْعَلُوا مَعَ اللَّهِ شَيْئًا "، وَأَنَا أَنْظُرُ إِلَى أُصْبُعِ ابْنِ عُمَرَ، وَهُوَ يُحَرِّكُهَا، وَهُوَ يَقُولُ: سُنَّةُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَذَا الْحَدِيثُ رَوَاهُ جَمَاعَةٌ، فَرَفَعُوهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ